‘হিন্দি বা ইংরেজিতেই বলতে হবে কথা’, কড়া নির্দেশ দিল্লির হাসপাতালের, সমালোচনায় সরব কংগ্রেস

দিল্লির গোবিন্দ বল্লভ পান্থ ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে সম্প্রতি নার্সদের মালয়লাম ভাষা ব্যবহার নিয়ে অভিযোগ ওঠে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে কর্মস্থলে কেবল হিন্দি বা ইংরেজি ভাষা ব্যবহারের নির্দেশ দেয়।

'হিন্দি বা ইংরেজিতেই বলতে হবে কথা', কড়া নির্দেশ দিল্লির হাসপাতালের, সমালোচনায় সরব কংগ্রেস
জিবি পন্থ হাসপাতাল। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 06, 2021 | 12:19 PM

নয়া দিল্লি: মাতৃভাষায় কথা বলা চলবে না, কেবল হিন্দি বা ইংরেজিতেই কথা বলতে হবে নার্সদের। এমনই নির্দেশিকা জারি করে বিতর্কের মুখে পড়েছে দিল্লির একটি বেসরকারি হাসপাতাল। ওই হাসপাতালের তরফে নার্সদের সাফ জানানো হয়েছে যে, হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় কথা বলতে দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।

বিতর্কের সূত্রপাত-

দিল্লির গোবিন্দ বল্লভ পান্থ ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে সম্প্রতি নার্সদের মালয়লাম ভাষা ব্যবহার নিয়ে অভিযোগ ওঠে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে কর্মস্থলে কেবল হিন্দি বা ইংরেজি ভাষা ব্যবহারের নির্দেশ দেয়।

কী বলা হয়েছিল বিবৃতিতে?

হাসপাতালের জারি করা বিবৃতিতে বলা হয়, “নিজেদের মধ্যে ও রোগীদের সঙ্গে কথাবার্তায় মালয়লাম ভাষা ব্যবহারের অভিযোগ এসেছে। অধিকাংশ রোগী ও সহকর্মীরাই এই ভাষা না বোঝায়, তারা অসহায়বোধ করেন। এরফলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই কারণেই যোগাযোগের জন্য কেবল হিন্দি বা ইংরেজি ভাষাই ব্যবহার করতে হবে। যদি অন্য কোনও ভাষা ব্যবহার করা হয়, তবে কড়া পদক্ষেপ করা হবে।”

বিষয়টি সামনে আসতেই কংগ্রেসের তরফে ওই হাসপাতালের সমালোচনা করে বলা হয়, “মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এই ধরনের নির্দেশিকা জারি করে।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে লেখেন, “এটি ভাষা বিভেদ। বাকি ভারতীয় ভাষার মতোই মালয়লামও একটি ভারতীয় ভাষাই। এইধরনের ভাষা বিভাজন বন্ধ হোক!” শশী থারুরও এই নির্দেশিকাকে অনস্বীকার্য ও অপমানজনক বলেন।

হাসপাতালের নার্সদের অবস্থান-

জিবি হাসপাতালের নার্স সংগঠনের তরফে জানানো হয়, নির্দেশিকায় মালয়লাম ভাষাকেই কেবল উল্লেখ করা হয়েছে। এতে বহু নার্সই অপমানিত বোধ করবে। এই ধরনের নির্দেশিকা মানা হবে না।