Ashwini Vaishnaw: জুকারবার্গের ভুল ধরালেন কেন্দ্রীয় মন্ত্রী, দিলেন সঠিক তথ্যের পাঠও

Ashwini Vaishnaw: ভারতে চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লেখেন, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী।"

Ashwini Vaishnaw: জুকারবার্গের ভুল ধরালেন কেন্দ্রীয় মন্ত্রী, দিলেন সঠিক তথ্যের পাঠও
মার্ক জুকারবার্গের ভুল শুধরে দিলেন অশ্বিনী বৈষ্ণব
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 8:16 PM

নয়াদিল্লি: চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। জয়ের হ্য়াটট্রিক করেছে এনডিএ। সেখানে মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ বলছেন, চব্বিশের নির্বাচনে পরাজিত হয়েছে মোদী সরকার। মেটার কর্ণধারের এই ভুল শুধরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে মার্ক জুকারবার্গের এমন ভুল নিয়ে অসন্তোষ প্রকাশও করলেন তিনি।

শুক্রবার এক সাক্ষাৎকারে মার্ক জুকারবার্গ মন্তব্য করেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে। সেখানে ভারতের প্রসঙ্গও তোলেন তিনি। করোনার সময় বিশ্বজুড়ে শাসকদলের উপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার।

জুকারবার্গ বলেন, “২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে।” করোনা মোকাবিলায় সরকারের আর্থিক নীতি কিংবা মুদ্রাস্ফীতি, এর প্রভাব পড়েছে নির্বাচনে।

এই খবরটিও পড়ুন

ভারতে চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লেখেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী। ফলে ২০২৪ সালে ভারত-সহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসকদল হেরে গিয়েছে বলে জুকারবার্গ যে দাবি করেছেন, তা বাস্তবে ভুল।”

করোনার সময় শাসকদলের উপর মানুষের আস্থা কমা নিয়ে জুকারবার্গের দাবিও উড়িয়ে দিলেন অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে ২.২ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনার সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে সাহায্য করা হয়েছে। ভারত দ্রুত অর্থনীতি বৃদ্ধির দেশ এখন। সুশাসন এবং জনগণের আস্থার সাক্ষী হল প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়বার জয়।” মেটার কর্ণধারের কাছ থেকে এমন ভুল তথ্য খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।