সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক থেকে ক্রমেই অত্যাধুনিক হয়ে উঠছে ভারতীয় রেল। তাই পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নানা কাজে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। রেলের কোচকে জীবাণুমুক্ত করতে এ বার রোবট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই রোবটের ব্যবহারে মাত্র ২ মিনিটেই জীবাণুমুক্ত হবে।
রোবটের মাধ্যমে এবার হবে ট্রেন জীবাণুমুক্ত করার কাজ। শুক্রবার এই কথা জানিয়েছে ভারতীয় রেল। রেল আধিকারিকদের দাবি, মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে দূরপাল্লার ট্রেনের একটি কোচ জীবাণুমুক্ত করা যাবে। করোনা অবহের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি তাদের।
রেল আধিকারিকরা জানিয়েছেন পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হলো। আগামীদিনে সব শাখায় মূলত দূরপাল্লার ট্রেন জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হবে। এর আগে বিমানের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে পরীক্ষামূলক ভাবে এটি ব্যবহার শুরু করা হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করবে এই মেশিন। ৯৯% জীবাণু মারা সম্ভব বলেও দাবি করেছেন রেল আধিকারিকরা।
রেল সূত্রে খবর, এর জন্য বিশেষভাবে নির্মিত একটি ইউভি ওয়ারলেস ডিভাইস তৈরি করা হয়েছে। ইউভি রশ্মির মাধ্যমে জীবাণুনাশ করা হবে। মানুষের জন্য এই রশ্মি ক্ষতিকারক হলেও এর দ্বারা জীবাণুনাশে কোনও ভয় নেই। কারণ যখন এই রোবট কাজ করবে, তখন সেই কামরায় সশরীরে কেউ উপস্থিত থাকবে না।