The Kerala Story Live Update: ‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, পশ্চিমবঙ্গ সরকারকে ‘অসহিষ্ণু’ অ্যাখ্যা প্রধান বিচারপতির
Movie Ban: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি এই সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে এই অভিযোগে নিষেধাজ্ঞার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যুক্তিও দিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতেও এই ছবির প্রদর্শনে বাধা আসছে বলে অভিযোগ করেছিলেন ছবি নির্মাতারা।
নয়াদিল্লি: ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি মুক্তির পর থেকেই তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি এই সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে এই অভিযোগে নিষেধাজ্ঞার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যুক্তিও দিয়েছিলেন তিনি। তামিলনাড়ুতেও এই ছবির প্রদর্শনে বাধা আসছে বলে অভিযোগ করেছিলেন ছবি নির্মাতারা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দ্য কেরালা স্টোরির প্রযোজক সংস্থা সানশাইন প্রোডাকশন। সেই মামলার শুনানি বৃহস্পতিবার হচ্ছে দেশের শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে হচ্ছে এই মামলার শুনানি।
LIVE NEWS & UPDATES
-
‘দ্য কেরালা স্টোরি’তে দিতে হবে ডিসক্লেইমার
এই ছবিতে কী কী সতর্কীকরণ দিতে বলল দেশের শীর্ষ আদালত। জানুন বিস্তারিত-
-
রাজ্য সরকারের যুক্তি গ্রাহ্য হল না আদালতে
‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার পিছনে রাজ্য সরকার যুক্তি সাজিয়েছিল দেশের শীর্ষ আদালতে। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি। নীচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত পড়ুন-
-
-
রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ
‘দ্য কেরালা স্টোরি’ ছবির উপর পশ্চিমবঙ্গ সরকারের চাপানো নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে পশ্চিমবঙ্গে কেরালা স্টোরির প্রদর্শনীতে কোনও বাধা রইল না।
-
বাংলা সরকার অসহিষ্ণু, বললেন প্রধান বিচারপতি
দ্য কেরালা স্টোরি নিয়ে শুনানির সময় বাংলার সরকার অসহিষ্ণু বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, “অসহিষ্ণুতা সহ্য করা যায় না! প্রকাশ্যে আবেগ প্রদর্শনের ভিত্তিতে বাক-স্বাধীনতার মৌলিক অধিকার নির্ধারণ করা যায় না। আবেগের প্রকাশ্য প্রদর্শন রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে।”
-
বাড়িতে দেখলে আপত্তি নেই: সিঙ্ঘভি
সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, “প্রথমে বলা হয়েছিল ৩২ হাজার সাক্ষীর বয়ানের ভিত্তিতে এই ছবি তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে কথা বলা হয়েছে তিন জনের সঙ্গে। এ নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। ওটিটিতে দেখানো নিয়ে আমাদের কোনও বিরোধিতা নেই। কিন্তু পাবলিক এক্সিবিউশন বা জনসমক্ষে এই ছবির প্রদর্শন নিয়ে আপত্তি রয়েছে। মোবাইলে এটা দেখা যেতে পারে।”
-
-
ভাল না লাগলে দেখবেন না: প্রধান বিচারপতি
জনসমাজের ভাবাবেগের উপর মত প্রকাশের মৌলিক অধিকার নির্ভর করতে পারে না। জনগণের ভাবাবেগের বিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত। আপনার যদি ভাল না লাগে, আপনি দেখবেন না। সুপ্রিম কোর্টে দ্য কেরালা স্টোরি ছবির উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত শুনানিতে এ কথা বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
-
বাড়িতে বসে ‘দ্য কেরালা স্টোরি’ দেখায় আপত্তি নেই
বাড়িতে বসে ওটিটি বা অনলাইন প্ল্যাটফর্মে ‘দ্য কেরালা স্টোরি’ দেখলে তাতে আপত্তি নেই পশ্চিমবঙ্গ সরকারেরর। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এ কথা জানালেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি জানিয়েছেন, প্রকাশ্যে স্থানে এই ছবি দেখানো নিয়ে আপত্তি করা হয়েছে।
-
নির্যাতিতাদের সঙ্গে কথা বলে ছবি তৈরি হয়েছে: হরিশ
ছবি নির্মাতাদের আইনজীবী আদালতে জানিয়েছেন, কেরলের নির্যাতিতা এবং তাঁদের পরিবাররে লোকেদের সঙ্গে কথা বলে এই ছবি তৈরি করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিয়ে কোনও দাবি করা হয়নি এই ছবিতে। তিনি আরও জানিয়েছেন, টিজারে যে ৩২ হাজার মহিলার কথা উল্লেখিত হয়েছিল তাও সরিয়ে নেওয়া হয়েছে।
-
‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রসঙ্গ
পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে ‘ভবিষ্যতের ভূত’ সিনেমার উদাহরণ সুপ্রিম কোর্টে তুলে ধরলেন ছবি নির্মাতাদের আইনজীবী। এই ছবি নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল তা আদালতে উত্থাপন করেন হরিশ সালভে।
-
মধ্যাহ্নভোজনের বিরতির পর ফের শুরু শুনানি
মধ্যহ্নভোজনের বিরতির জন্য বন্ধ ছিল এই মামলার শুনানি। সেই বিরতির পর ফের শুনানি শুরু হয়েছে।
-
পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন
কেরালা স্টোরির প্রদর্শনী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের হলফনামা আদালতে পাঠ করেন হরিশ সালভে। এর পর সালভে বলেন, “মহারাষ্ট্রে একটি ঘটনা ঘটেছে। কিন্তু সেখানে ছবি নিষিদ্ধ হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মহারাষ্ট্রের ঘটনা নিয়ে চিন্তিত এবং ছবির উপর নিষেধাজ্ঞা করেছে।”
-
ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন নিষেধাজ্ঞা?
এই ছবি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে। এই ছবির বৈধ ছাড়পত্র রয়েছে। ছবির প্রদর্শন বন্ধ করলে এই ছাত্রপত্রকে চ্যালেঞ্জ জানানো হয়। সুপ্রিম কোর্টে সওয়ালের সময় দাবি ছবি নির্মাতাদের আইনজীবীর।
-
সুপ্রিম কোর্টে চলছে সওয়াল
সিনিয়র আইনজীবী হরিশ সালভে দ্য কেরালা স্টোরির নির্মাতাদের হয়ে লড়ছেন সপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সওয়াল করেছেন তিনি।
Published On - May 18,2023 1:39 PM