Narendra Modi: অরুণাচলের এক ইঞ্চিও নিতে পারবে না চিন, মাস্টারপ্ল্যান সাজিয়েছেন মোদী
Narendra Modi: অরুণাচল যে ভারতেই অবিচ্ছেদ্য অঙ্গ, সে কথা আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। আর এবার অরুণাচল প্রদেশের উপর চিনের দাবি নিয়ে ভারতের কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি অসম ট্রিবিউনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদী স্পষ্ট করে বলে দিয়েছেন, 'অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।'
![Narendra Modi: অরুণাচলের এক ইঞ্চিও নিতে পারবে না চিন, মাস্টারপ্ল্যান সাজিয়েছেন মোদী Narendra Modi: অরুণাচলের এক ইঞ্চিও নিতে পারবে না চিন, মাস্টারপ্ল্যান সাজিয়েছেন মোদী](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/04/Large-Image-Narendra-Modi-5.jpg?w=1280)
নয়া দিল্লি: অরুণাচল প্রদেশের দিকে ‘কু-নজর’ দিতে শুরু করেছে চিন। অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার নিজের মতো করে নামকরণ করেছে তারা। যদিও ভারত শুরু থেকেই চিনের এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে। অরুণাচল যে ভারতেই অবিচ্ছেদ্য অঙ্গ, সে কথা আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। আর এবার অরুণাচল প্রদেশের উপর চিনের দাবি নিয়ে ভারতের কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি অসম ট্রিবিউনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোদী স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।’
অরুণাচল প্রদেশের কিছু অংশের উপর চিন বহু বছর ধরে দাবি করে আসছে। মাঝে মধ্য়েই এই ইস্য়ুটিতে মাথাচাড়া দিয়ে তোলার চেষ্টা করে চিন। সম্প্রতি আবারও সেই চেষ্টা শুরু করেছে বেজিং। এমন অবস্থায় কতটা নিরাপদ অরুণাচল? অরুণাচলের প্রতিটি ইঞ্চি যাতে ভারতের মধ্যে থাকে, তার জন্য কী পদক্ষেপ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে অসম ট্রিবিউনের প্রশ্নে মোদী তাঁর ভাবনার কথা স্পষ্ট করে দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, ‘আজকের দিনে অরুণাচল প্রদেশ তথা গোটা উত্তর পূর্বে উন্নয়নের ছোঁয়া সূর্যের প্রথম কিরণের মতো পৌঁছে যাচ্ছে। আগের থেকে অনেক দ্রুত গতিতে কাজ হচ্ছে।’
মোদীর স্বপ্নের বিকশিত ভারতের লক্ষ্য পূরণে বিকশিত উত্তর পূর্বও এক গুরুত্বপূর্ণ অঙ্গ। গত মাসেই প্রধানমন্ত্রী মোদী অরুণাচলের ইটানগরে গিয়েছিলেন। বিকশিত উত্তর পূর্বের স্বপ্ন পূরণ করতে ৫৫ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে এসেছেন। প্রধানমন্ত্রী মোদী জানালেন, আজকের দিনে অরুণাচলের প্রায় ৩৫ হাজার পরিবার পাকা বাড়ি পেয়েছে এবং ৪৫ হাজার বাড়ি পরিশ্রুত পানীয় জলের সুবিধা পাচ্ছে।
কথা প্রসঙ্গে সেলা টানেলের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী, যা বছরের যে কোনও ঋতুতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখবে। প্রধানমন্ত্রীর কথায়, এটা হল আসল স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার। গত ২০২২ সালে মোদী সরকারের হাত ধরে ডোনি পোলো বিমানবন্দর পেয়েছে অরুণাচল, যা গোটা দেশের সঙ্গে অরুণাচলের যোগাযোগ আরও সহজ করে তুলেছে।
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)