NCRB Report 2022: প্রেমের জন্যই ১৮৮৪টি হত্যা, ভারতে প্রতি ঘণ্টায় কটা করে খুন হয় জানেন?
NCRB Report 2022: প্রেম-ঘটিত বিবাদ ভারতে হত্যার অন্যতম কারণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র (NCRB) ২০২২ সালের রিপোর্টে জানা গেল ভারতে সামগ্রিকভাবে অপরাধের সংখ্যা কমেছে। তবে তারপরও, প্রতি ঘণ্টায় হয়ে চলেছে ৩টি করে হত্যা।
নয়া দিল্লি: প্রেম-ঘটিত বিবাদ ভারতে হত্যার অন্যতম কারণ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র (NCRB) ২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতে সবথেকে বেশি হত্যার কারণ ছিল বিবাদ (৯,৯৬২টি হত্যা), ব্যক্তিগত শত্রুতা (৩,৭৬১টি হত্যা) এবং প্রেম-ঘটিত বিরোধ (১,৮৮৪টি হত্যা)। তবে, এনসিআরবি-র প্রতিবেদন অনুসারে ভারতে সামগ্রিকভাবে অপরাধের সংখ্যা কমলেও, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতে মোট ৮,৫৩,৪৭০টি অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৯,৫২,২৭৩। অর্থাৎ, অপরাধের সংখ্যা কমেছে ১০.৪ শতাংশ।
প্রতি ঘণ্টায় ৩টির বেশি হত্যা
রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে, ভারতে মোট ২৮,৫২২টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ, গড়ে প্রতিদিন ৭৮টি বা প্রতি ঘন্টায় ৩টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ২০২১ সালে এবং ২০২০ সালে ভারতে মোট হত্যার সংখ্যা ছিল যথাক্রমে ২৯,২৭২ এবং ২৯,১৯৩টি। সারাদেশে প্রতি লক্ষে ২.১ জনকে হত্যা করা হয়েছে। হত্যা মামলাগুলির ৮১.৫ শতাংশ ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে।
খুনে শীর্ষে উত্তর প্রদেশ
২০২২ সালে হত্যার বিষয়ে সর্বাধিক এফআইআর হয়েছে উত্তর প্রদেশে, ৩,৪৯১টি। এরপর রয়েছে বিহার (২,৯৩০), মহারাষ্ট্র (২,২৯৫), মধ্য প্রদেশ (১,৯৭৮) এবং রাজস্থান (১,৮৩৪)। এই পাঁচটি রাজ্য থেকেই দেশের ৪৩.৯২ শতাংশ খুনের ঘটনা রিপোর্ট করা হয়েছে। আর ২০২২-এ সবথেকে কম সংখ্যক খুনের মামলা হয়েছে সিকিম (৯), নাগাল্যান্ড (২১), মিজোরাম (৩১), গোয়া (৪৪) এবং মণিপুরে (৪৭)।
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির চিত্র
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, সবথেকে বেশি খুনের ঘটনা রিপোর্ট করা হয়েছে দিল্লি থেকে। ২০২২-এ জাতীয় রাজধানীতে ৫০৯টি হত্যার মামলা নথিভুক্ত করা হয়েছিল। এরপর আছে জম্মু ও কাশ্মীর (৯৯), পুদুচেরি (৩০), চণ্ডীগড় (১৮), দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ (১৬), আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (৭), লাদাখ (৫) এবং লক্ষদ্বীপ (০)।
পশ্চিমবঙ্গের চিত্র
এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত দুই বছরের তুলনায় ২০২২-এ হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২০ এবং ২০২১-এ বাংলায় মোট হত্যার সংখ্যা ছিল যথাক্রমে ১৯৪৮ এবং ১৮৮৪। ২০২২-এ তা নেমে এসেছে ১৬৯৬-এ।
কাদের খুন করা হয়েছে?
বয়সের দিক থেকে, হত্যার শিকার হওয়া ব্যক্তিদের ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক। এনসিআরবি অনুসারে, মোট নিহতের মধ্যে ৮,১২৫ জন মহিলা এবং ৯ জন আছেন তৃতীয় লিঙ্গের। বাকি প্রায় ৭০ শতাংশই পুরুষ।