Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘১০ বছরে প্রথমবার…’, লক্ষ্মীর স্তব পাঠ মোদীর, খোঁচা দিতে ছাড়লেন না বিরোধীদেরও

Budget Session: প্রধানমন্ত্রী বলেন, "দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে।"

PM Narendra Modi: '১০ বছরে প্রথমবার...', লক্ষ্মীর স্তব পাঠ মোদীর, খোঁচা দিতে ছাড়লেন না বিরোধীদেরও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 12:39 PM

নয়া দিল্লি: আজ থেকে শুরু বাজেট অধিবেশন। সংসদে অধিবেশন শুরুর আগেই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এদিন তিনি বলেন-

  1. ২০১৪ থেকে শুরু করে এই অধিবেশন সম্ভবত প্রথম অধিবেশন যখন কোনও বিদেশী শক্তি উসকানি দেয়নি। প্রতি অধিবেশনের আগে এই শয়তানি হয়। তাদের হাওয়া দেওয়ার লোকের তো অভাব নেই। এই প্রথম দেখলাম বিদেশি উসকানি এল না বিশ্বের কোনও কোণ থেকে।
  2. বাজেটে যুব সাংসদরা বিশেষভাবে যোগদান করবে বলেই আশা রাখি। তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। বিকশিত ভারতের ফল তো তারাই দেখতে পাবেন। দেশের আশা-আকাক্ষ্মা যাতে পূরণ করতে পারি এই বাজেট অধিবেশনে, এটাই লক্ষ্য।
  3. ২০-২৫ বছরের যুবকরা যখন ৪৫-র কোঠায় পৌঁছবে, তখন তারা বিকশিত ভারতের সবথেকে বেশি লাভবান হবে। বিকশিত ভারতের সঙ্গে তারা এগিয়ে যাবে। যুব প্রজন্মের জন্য এটা বড় উপহার হতে চলেছে। যারা স্বাধীনতার লড়াইয়ে সামিল হয়েছিলেন, তারা এখন ফল পাচ্ছেন। একইভাবে বিকশিত ভারতের লাভও পাওয়া যাবে ২৫ বছর পর।
  4. এই বাজেট অধিবেশনে আমরা একাধিক ঐতিহাসিক বিল নিয়ে এই অধিবেশনে আলোচনা করে আইন করব। বিশেষত নারী অধিকার এবং নারী সশক্তিকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হবে। যুব সম্প্রদায়ের জন্য কাজ করা হবে।
  5. উদ্ভাবন (Innovation), অন্তর্ভুক্তি (Inclusion), ও বিনিয়োগ  (investment) অর্থনৈতিক গতিবিধির আধার হিসেবে কাজ করবে। সংস্কার (Reform), পারফর্ম (perform) ও পরিবর্তন (transform)- বিকাশের জন্য এই তিনটি বিষয়ের উপরেই জোর দেওয়া হয়। এটাই আমাদের মূল লক্ষ্য।
  6. তৃতীয় দফায় আমরা মিশন মোডে কাজ করছি। সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর্থিক গতির উপরে ভিত্তি করে এগোচ্ছি আমরা।
  7. গণতন্ত্রের ৭৫ বছর পূরণ হয়েছে। এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান তৈরি করে। দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে। এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন অনুপ্রেরণা দেবে যে দেশ স্বাধীনতার শতবর্ষে সফল ও প্রতিষ্ঠিত হবে। ১৪০ কোটি মানুষই এই স্বপ্ন পূরণ করবে।
  8. বাজেট অধিবেশনের আগেই মা লক্ষ্মীর মন্ত্র জপ করলেন প্রধানমন্ত্রী। মা লক্ষ্মীর কাছে তিনি প্রার্থনা করেন যে গরিব ও মধ্যবিত্তের উপরে যেন দেবীর বিশেষ কৃপা থাকে।
সোনা বেচে অবসর যাপন, কারও চিকিৎসায় খরচ হচ্ছে লক্ষ লক্ষ!
সোনা বেচে অবসর যাপন, কারও চিকিৎসায় খরচ হচ্ছে লক্ষ লক্ষ!
মুদ্রার 'উত্থানে' নেতৃত্ব দিচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই!
মুদ্রার 'উত্থানে' নেতৃত্ব দিচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই!
কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!
কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!
৩ মাসে ১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম, খারাপ সময়ে আলো ছড়াচ্ছেন নারায়ণা!
৩ মাসে ১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম, খারাপ সময়ে আলো ছড়াচ্ছেন নারায়ণা!
আঁতকে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
আঁতকে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!