Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget Session 2025: ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকবে GDP! প্রকাশ্য়ে আর্থিক সমীক্ষার রিপোর্ট

| Edited By: | Updated on: Jan 31, 2025 | 7:17 PM

Budget Session 2025 Live: লোকসভায় যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট (Economic Survey report) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Budget Session 2025: ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকবে GDP! প্রকাশ্য়ে আর্থিক সমীক্ষার রিপোর্ট
সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।Image Credit source: X

আজ থেকে শুরু বাজেট অধিবেশন। আগামিকাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট (Economic Survey report) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 Jan 2025 03:01 PM (IST)

    রুপির দাম কমায় দায়ি মার্কিন নির্বাচন, দাবি রিপোর্টের

    • ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষে বিশ্ব বাজারে ভারতের বাণিজ্য পরিস্থিতি যে নিজের ভারসাম্য বজায় রেখেছে সেই বিষয়টিও তুলে ধরা হয় এই রিপোর্টে।
    • তবে প্রতিযোগীতাপূর্ণ বাজারে এখনও যে আরও অনেকটা উন্নতি দরকার ভারতের, সেটিও স্বীকার করে নেয় কেন্দ্র।
    • পাশাপাশি, ডলারের সামনে ভারতীয় মুদ্রার পতনের অন্যতম কারণ হিসাবে আমেরিকার নির্বাচন ঘিরে বিশ্ব বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার দিকেই দায় ঠেলেছে কেন্দ্র।
  • 31 Jan 2025 02:59 PM (IST)

    বাজারে খরিফ শস্য এলে কমবে মূল্যবৃদ্ধি: আর্থিক সমীক্ষার রিপোর্ট

    • প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি আগের তুলনায় যথেষ্ট শক্তিশালী হয়েছে।
    • অর্থবর্ষের প্রথম দিকে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলেও তা যে আপাতত অনেকটাই স্থিতিশীল, তা তুলে ধরা হয়েছে রিপোর্টে।
    • কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, বাজারে খরিফ শস্যের আগমনের সঙ্গেই এই সবজি বাজার মূল্যবৃদ্ধি আরও কমবে।
  • 31 Jan 2025 02:28 PM (IST)

    দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ কেন্দ্রের

    • ২০২৫ থেকে ২০২৬ অর্থবর্ষের দেশের জিডিপি আগের তুলনায় আরও একটু শ্লথ হতে পারে বলে আর্থিক সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
    • গত অর্থবর্ষে জিডিপি বা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল প্রায় ৬.৮ শতাংশ।
    • কিন্তু আসন্ন অর্থবর্ষে সেই হার আরও কমে ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে ঘোরা ফেরা করতে পারে বলে মত অর্থমন্ত্রীর।
    • তবে অন্ধকারের মধ্যেও এক টুকরো আলোর হদিশ দিলেন অর্থমন্ত্রী।
    • সবজি বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকতে পারে বলেই মত তাঁর।
  • 31 Jan 2025 01:30 PM (IST)

    জমা পড়ল ইকোনমিক সার্ভে রিপোর্ট

    বাজেট অধিবেশনের প্রথম দিনেই ইকোনমিক সার্ভে রিপোর্ট জমা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • 31 Jan 2025 11:43 AM (IST)

    ‘ইন্ডিয়া এআই মিশন’ শুরু হয়েছে

    • রাষ্ট্রপতি বলেন, আমাদের লক্ষ্য হল ভারতকে বৈশ্বিক উদ্ভাবনী পাওয়ার হাউসে পরিণত করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইন্ডিয়া এআই মিশন শুরু হয়েছে।
    • ওই দিনটি বেশি দূর নয় যখন ভারত গগনযান পাঠাবে মহাকাশে।
    • আজ ডিজিটাল টেকনোলজিতে ভারত নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। উন্নত দেশগুলিও আজ ভারতের ইউপিআই ট্রানজাকশন সিস্টেম দেখে মুগ্ধ। সামাজিক ন্যায় ও সমতাতেও ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছে সরকার।
  • 31 Jan 2025 11:35 AM (IST)

    যুবদের কর্মসংস্থানে জোর দিয়েছে সরকার: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “ওয়াকফ বোর্ড, এক দেশ, এক নির্বাচনের মতো বড় বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুব প্রজন্মের শিক্ষা ও তাদের কর্মসংস্থান তৈরির উপরও বিশেষ জোর দিয়েছে সরকার।”

  • 31 Jan 2025 11:30 AM (IST)

    মহাকুম্ভে পদপিষ্ট হওয়া নিয়ে শোক প্রকাশ দ্রৌপদী মুর্মুর

    মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

  • 31 Jan 2025 11:27 AM (IST)

    লক্ষ লক্ষ মানুষ দারিদ্রতার সীমা থেকে উঠে এসেছেন: রাষ্ট্রপতি

    বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “সরকারি বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্রতার সীমা থেকে উঠে এসেছেন।”

  • 31 Jan 2025 11:23 AM (IST)

    রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মে জোর প্রধানমন্ত্রীর

    • সরকারের লক্ষ্য হিসাবে প্রধানমন্ত্রী বলেন,উদ্ভাবন (Innovation), অন্তর্ভুক্তি (Inclusion), ও বিনিয়োগ  (investment) অর্থনৈতিক গতিবিধির আধার হিসেবে কাজ করবে।
    • সংস্কার (Reform), পারফর্ম (perform) ও পরিবর্তন (transform)- বিকাশের জন্য এই তিনটি বিষয়ের উপরেই জোর দেওয়া হয়। এটাই আমাদের মূল লক্ষ্য।
  • 31 Jan 2025 11:22 AM (IST)

    স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে: মোদী

    • এদিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী বলেন, গণতন্ত্রের ৭৫ বছর পূরণ হয়েছে। এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান তৈরি করে।
    • দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে।
    • এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন অনুপ্রেরণা দেবে যে দেশ স্বাধীনতার শতবর্ষে সফল ও প্রতিষ্ঠিত হবে। ১৪০ কোটি মানুষই এই স্বপ্ন পূরণ করবে।

Published On - Jan 31,2025 11:20 AM

Follow Us:
সোনা বেচে অবসর যাপন, কারও চিকিৎসায় খরচ হচ্ছে লক্ষ লক্ষ!
সোনা বেচে অবসর যাপন, কারও চিকিৎসায় খরচ হচ্ছে লক্ষ লক্ষ!
মুদ্রার 'উত্থানে' নেতৃত্ব দিচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই!
মুদ্রার 'উত্থানে' নেতৃত্ব দিচ্ছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই!
কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!
কারেকশনের সময় কম P/E Ratio, কিনবেন এই শেয়ারগুলো!
৩ মাসে ১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম, খারাপ সময়ে আলো ছড়াচ্ছেন নারায়ণা!
৩ মাসে ১২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম, খারাপ সময়ে আলো ছড়াচ্ছেন নারায়ণা!
আঁতকে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
আঁতকে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
সোনা, ইক্যুইটি নাকি পিপিএফ, কোথায় বিনিয়োগ করা ভাল?
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
স্মলক্যাপ স্টকের দাম পড়েছে ৪১ শতাংশ, বাজারে ক্ষতি হয়েছে ৪৫ লক্ষ কোটির
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
বাংলাদেশ কি ভুলে যেতে চাইছে ইতিহাস? ভুলতে বসেছে ভাষা আন্দোলনের রক্তকে?
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!
মাত্র ৫০ দিনেই ৬ হাজার ৯১৯ কোটি টাকা হারিয়েছে এই বিনিয়োগকারীর পরিবার!