চব্বিশের জল মাপতেই রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, হাজির ছিলেন সনিয়াও

Prashant Kishor: জানা যাচ্ছে, রাহুল-সহ সনিয়া এবং প্রিয়ঙ্কার সঙ্গে পিকে-র সাক্ষাতের মূল আলোচ্য বিষয় চব্বিশের নির্বাচনই ছিল।

চব্বিশের জল মাপতেই রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, হাজির ছিলেন সনিয়াও
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 12:13 AM

নয়া দিল্লি: ‘মিশন ২০২৪’-এর রণকৌশল ঠিক করতেই মঙ্গলবার গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দুই পক্ষের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সূত্র মারফৎ এমনই খবর উঠে এসেছে। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছিল, পরের বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেছেন পিকে। তবে এখন জানা যাচ্ছে, রাহুল-সহ সনিয়া এবং প্রিয়ঙ্কার সঙ্গে পিকে-র সাক্ষাতের মূল আলোচ্য বিষয় চব্বিশের নির্বাচনই ছিল। এমনকী কংগ্রেসের চেয়ারপার্সনও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

প্রথমে জানা গিয়েছিল যে পিকে-র সঙ্গে এই বৈঠকে শুধুমাত্র রাহুল ও প্রিয়ঙ্কা উপস্থিত ছিলেন। কিন্তু সূত্রে মারফৎ পরে জানা যায়, সনিয়াও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। জল্পনা থাকলেও পঞ্জাব বা উত্তর প্রদেশ বিধানসভা নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি। বরং ‘আরও বড় কোনও বিষয়’, অর্থাৎ ২০২৪ লোকসভা নির্বাচন নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে, এমন ইঙ্গিত মিলতে শুরু করেছে। পরবর্তী লোকসভা নির্বাচনে বিরোধীরা কেমন ফলাফল করবে, তা অনেকটাই নির্ভর করবে কংগ্রেস কী ভূমিকা নেয় তার উপর। সেই প্রেক্ষাপটে আজকেও বৈঠকের তাৎপর্যকে অন্য মাত্রায় মাপছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এর আগে গত মাসেই দু-দু’বার এনসিপি প্রধান শরদ পাওয়ারে সঙ্গে বৈঠক করেছিলেন পিকে। বৈঠকের পরই শরদ ও প্রশান্ত দু’জনেই একবাক্যে স্বীকার করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে কোনও জোটই দেশজুড়ে বিজেপিকে ঠেকাতে সমর্থ্য হবে না। তখন এমন এক প্রেক্ষাপটে এই বৈঠক হয়েছে যখন জাতীয় রাজনীতিতে বর্তমানে প্রশান্ত কিশোরকে তৃণমূলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। এবং তিনিই বিরোধীদের এক সুতোয় বাঁধার কাজ করছেন বলে মত রাজনীতিকর কারবারিদের একাংশের। ফলে আজকের বৈঠকের পর কংগ্রেসের পরবর্তী রাজনৈতিক অবস্থানের দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

মঙ্গলবার দিল্লিতে প্রায় ৪ বছর পর দেখা হয়েছিল প্রশান্ত কিশোর ও রাহুল গান্ধীর। শেষবার ২০১৭ সালে উত্তর প্রদেশ নির্বাচনে জোট বেঁধে কাজ করেছিল কংগ্রেস এবং পিকে-র আইপ্যাক। আজ পর্যন্ত সেই একটি মাত্র নির্বাচনে ব্যর্থ হয়েছিল পিকে-র মগজাস্ত্র। তারপর থেকে টানা সাফল্য। যার সাম্প্রতিক নজির তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে। এ বার পিকে ও গান্ধী পরিবারের এই বৈঠকের জল কতদূর গড়ায় সেদিকেই নজর রাখতে হবে। আরও পড়ুন: বিজেপির এই ৬ ভুলে বঙ্গে ডুবল পদ্মফুল, হারের ময়নাতদন্ত তথাগতর