আম পাঠিয়েও সৌহার্দ্য রইল না, বাংলাদেশের স্মারক সরাল ত্রিপুরা সরকার

১৯৭১ সালের ওই স্মারক উচ্চতায় ৪০ ফুট লম্বা। অন্যদিকে প্রতিবেশী দেশের স্মারক সরিয়ে নেওয়াতে কঠোর সমালোচনার মুখে পড়েছে ত্রিপুরা সরকার (Tripura Government)।

আম পাঠিয়েও সৌহার্দ্য রইল না, বাংলাদেশের স্মারক সরাল ত্রিপুরা সরকার
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 1:02 AM

আগরতলা: দুদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপহার পেয়ে হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন বিপ্লব। সৌহার্দ্যের প্রতীক হিসেবে পাঠানো হয়েছিল আম। কিন্তু সৌহার্দ্য বজায় থাকল না। দুদিন যেতে না যেতেই ত্রিপুরা (Tripura) থেকে সরিয়ে দেওয়া হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের (Bangladesh Liberation War) স্মারক।

১৯৭১ সালের ওই স্মারক উচ্চতায় ৪০ ফুট লম্বা। অন্যদিকে প্রতিবেশী দেশের স্মারক সরিয়ে নেওয়াতে কঠোর সমালোচনার মুখে পড়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার বহু সংবেদনশীল মানুষের পাশাপাশি বাংলাদেশের অনেকে এই পদক্ষেপের নিন্দা প্রকাশ করেন। ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে বাম প্রভাবিত একটি সাংস্কৃতিক সংগঠন।

ভারত-বাংলাদেশের মৈত্রীর প্রতীক হিসেবে আগরতলায় চৌমোহানি পোস্ট অফিসের কাছে ওই স্মারকটি ছিল। বাম সংগঠনের পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও স্মারক সরানো নিয়ে সমালোচনা স্বরূপ প্রতিবাদ দেখানো হয়। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে ওই স্মারক সংরক্ষণের জন্য চৌমোহানি পোস্ট অফিসের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: নিজের বাড়িতে হামলায় মৃত হাইতির প্রেসিডেন্ট