৭ হাজার আম দিয়ে সেজেছে মন্দির, আম দেওয়া হবে কোভিড রোগীদের
৭ হাজার আম (Mango) দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির (Temple) প্রাঙ্গণ
মুম্বই: অক্ষয় তৃতীয়ায় পালিত হয়েছে বিরাট উৎসব। সেজে উঠেছে নানা মন্দির। তবে সব দেবালয়কে ছাপিয়ে গেল মহারাষ্ট্রের পন্ধরপুরের শ্রী ভিট্টল রুক্মিণী মন্দির (Rukmini Temple)। অক্ষয় তৃতীয়ায় এখানে দেবতাকে পুজো দেওয়া হয়েছে ৭ হাজার দিয়ে। ওই ৭ হাজার আম (Mango) দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ।
জানা গিয়েছে, সমস্ত আম দান করা হবে কোভিডে আক্রান্ত রোগীদের। যখন সারা দেশ করোনার দাপটে কাবু ঠিক সেই সময় দেবালয়ের এমন আয়োজনে খুশি বহু মানুষ। এমন নজির আজ দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায়নি। শুভ অক্ষয় তৃতীয়াকে উপলক্ষ করে কোভিডে আক্রান্তদের পাশে দাঁড়তে চেয়েছে শ্রী ভিট্টল রুক্মিণী মন্দির কর্তৃপক্ষ।
অক্ষয় তৃতীয়ায় সারা ভারতে উৎসব পালিত হয়। তবে গত দু’বছরে চিত্রটা পালটে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন বেঁচে থাকাটাই বড় দায়। এশিয়া মহাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। প্রতিদিন লাফিয়ে বাড়তে মৃত্যু। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এমন সময় শ্রী ভিট্টল রুক্মিণী মন্দিরের এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।