Akhilesh Yadav: ‘লখনউয়ে ফাইনাল হলে বিশ্বকাপ জিতত ভারত’, কারণ ব্যাখ্যা অখিলেশের

ICC World Cup: মঙ্গলবার সপা প্রধান অখিলেশ যাদব বিজেপিকে পরোক্ষে আক্রমণ করে বলেন, "যদি আহমেদাবাদের জায়গায় লখনউয়ে ফাইনাল ম্যাচ খেলা হত, তবে সকলের আশীর্বাদে টিম ইন্ডিয়া অবশ্যই জিতত। লখনউয়ে ম্যাচ হলে টিম ইন্ডিয়া ভগবান বিষ্ণু ওঅটল বিহারী বাজপেয়ীজির আশীর্বাদ পেত।"

Akhilesh Yadav: 'লখনউয়ে ফাইনাল হলে বিশ্বকাপ জিতত ভারত', কারণ ব্যাখ্যা অখিলেশের
অখিলেশ যাদব।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:03 AM

নয়া দিল্লি: কোটি কোটি ভারতীয়ের স্বপ্নভঙ্গ হয়েছে রবিবার। টানা ১০ ম্যাচে অপ্রতিরোধ্য থাকলেও, রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া (India VS Australia Final)। ভারতের হার নিয়ে রবিবার রাত থেকেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের পারফরম্য়ান্সে খামতি নাকি অস্ট্রেলিয়ার স্ট্রাটেজি-কীসের জোরে বিশ্বকাপ হাতে তুলে নিল অস্ট্রেলিয়া, তা নিয়ে একাধিক তত্ত্ব-যুক্তি খাড়া করা হয়েছে। এবারের বিশ্বকাপে মিশেছে রাজনীতিরও রঙ। ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে ‘অপয়া’ বলে ভারতের হারের জন্য দোষী বানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আরেক যুক্তি তুলে ধরলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তাঁর কথায়, যদি আহমেদাবাদের জায়গায় লখনউয়ে ফাইনাল ম্যাচ হত, তবে ভারত বিশ্বকাপ জিতে যেত। এর পিছনে যুক্তিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার সপা প্রধান অখিলেশ যাদব বিজেপিকে পরোক্ষে আক্রমণ করে বলেন, “যদি আহমেদাবাদের জায়গায় লখনউয়ে ফাইনাল ম্যাচ খেলা হত, তবে সকলের আশীর্বাদে টিম ইন্ডিয়া অবশ্যই জিতত। লখনউয়ে ম্যাচ হলে টিম ইন্ডিয়া ভগবান বিষ্ণু ওঅটল বিহারী বাজপেয়ীজির আশীর্বাদ পেত।”

তিনি আরও বলেন, “এখন আমরা শুনছি যে পিচ নিয়ে কিছু একটা সমস্যা ছিল এবং খেলোয়াড়দেরও মাঝপথেই প্রাকটিস থামাতে হয়েছিল।”

প্রসঙ্গত, সমাজবাদী পার্টি সরকারে থাকাকালীন লখনউয়ের স্টেডিয়ামের নাম রাখা হয়েছিল একানা স্টেডিয়াম। একানা ভগবান বিষ্ণুর এক নাম। পরে ২০১৮ সালে যোগী আদিত্য়নাথ সরকার স্টেডিয়ামের নাম বদলে রাখেন “ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম”।

অখিলেশের আগে মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তাঁকে ‘অপয়া’ বলেন এবং ভারতের হারের জন্য দোষী ঠাওরান।