Seat Belt: পিছনের আসনেও বাঁধতে হবে সিট বেল্ট, সাইরাসের মৃত্যুর পর কড়া আইনের পথে কেন্দ্র
Seat Belt: এতদিন পিছনের আসনে বসা যাত্রীদের ক্ষেত্রে জরিমানা করা হত না। এবার থেকে পিছনের আসনের যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হবে বলে জানাচ্ছে কেন্দ্র।
নয়া দিল্লি: চার চাকায় সফরে সিংহভাগ ক্ষেত্রে শুধুমাত্র চালক ও তাঁর পাশের যাত্রীকেই সিট বেল্ট বাঁধতে দেখা যায়। নিয়ম না মানলে করা হয় জরিমানা। কিন্তু, পিছনে বসা যাত্রীরা সিট বেল্ট না বাঁধলে এতদিন জরিমানা করা হত না। কিন্তু, সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকারও। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কড়া হতে চলেছে আইন। এখন থেকে গাড়ির পিছনের সিটে বসা যাত্রীদেরও অবশ্যই পরতে হবে সিট বেল্ট। নাহলে করা হবে জরিমানা। সহজ কথায় সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন (Traffic Law)। এ কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরী।
সেন্ট্রাল মোটর ভেহিক্লস রুল বা সিএমভিআরকে মাথায় রেখে আগামী তিন দিনের মধ্যে একটি বিবৃতিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন নিতিন বলেন, ‘‘এখন গাড়ির চালক এবং তাঁর পাশের আরোহী সিট বেল্ট না পরলে জরিমানার প্রথা রয়েছে। পিছনের আসনে বসা যাত্রীদের ক্ষেত্রে জরিমানা করা হয় না। এবার থেকে পিছনের আসনের যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হবে।” প্রয়োজনে আইন সংশোধনও করা হবে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মোটরযান আইনের ১৩৮(৩) ধারা বলে বর্তমানে পিছনের সিটে বসা যাত্রী সিট বেল্ট না পরলেও তাঁকে জরিমানা করার বিধান রয়েছে। এই আইনেই বলা রয়েছে চালক, চালকের পাশের সিটে বসা যাত্রীকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। একইসঙ্গে চালকের দিকে অর্থাৎ গাড়ির অভিমুখে সামনের দিকে মুখ করে পিছনের সিটে বসা যাত্রীকেও সিট বেল্ট বাঁধতে হবে। না হলে করা হবে ১ হাজার টাকা জরিমানা। যদিও এই আইন থাকলেও তা অজানা অনেকেরই। তবে নয়া বিবৃতিতে কেন্দ্র নতুন করে কি জানায় এখন সেটাই দেখার। আবার অনেকে জানলেও তা মেনে চলেন না। এদিকে শুধুমাত্র সিট বেল্ট না বাঁধার কারণে ২০২০ সালে দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫ হাজার ১৪৬ জনের। আহত হন ৩৯ হাজার ১০২ জন।