J&K: কবে রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু ও কাশ্মীর? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Article 370: ২০১৯ সালে ৫ অগস্ট অফিসিয়ালি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। ফলে সেদিন থেকেই বিশেষ রাজ্যের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। কেবল বিশেষ রাজ্য নয়, জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করা হয়।

J&K: কবে রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু ও কাশ্মীর? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
জম্মু ও কাশ্মীরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 6:39 PM

নয়া দিল্লি: ফের রাজ্যের মর্যাদা পেতে পারে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir)। লাদাখ (Ladakh) থাকতে পারে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) সুপ্রিম কোর্টে দেওয়া বিবৃতির প্রেক্ষিতে এমনই তথ্য উঠে আসছে। কেননা জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত ‘অস্থায়ী’ বলে জানিয়েছেন তিনি। ফলে কবে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পেতে পারে, সে বিষয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল শীর্ষ আদালত (Supreme Court)।

আদালত সূত্রে জানা গিয়েছে, ৩৭০ ধারার বিলুপ্তি ও জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা তকমা উৎখাত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়েছে। সেই শুনানিতেই জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরকে চিরদিনের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়নি। ‘অস্থায়ীভাবে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়া হতে পারে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল থাকতে পারে। সলিসিটার জেনারেলের এই বিবৃতির প্রেক্ষিতেই মঙ্গলবার জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভাবনা-চিন্তা জানতে চাইল শীর্ষ আদালত।

এদিন জম্মু ও কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র কী পরিকল্পনা করেছে, সে ব্যাপারে সরাসরি জানতে চাইলেন প্রধান বিচারপতি। সলিসিটার জেনারেল তুষার মেহতার কাছে তাঁর প্রশ্ন, “কেন্দ্রীয় সরকারের থেকে আমরা বিবৃতি চাই, কবে এই অস্থায়ী পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে কী নির্দিষ্ট সময়সীমা রয়েছে? গণতন্ত্রের পুনস্থাপনা করা আমাদের দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কী পরিকল্পনা রয়েছে আমাদের বলুন।” অর্থাৎ কবে জম্মু ও কাশ্মীর পুনরায় রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে, কেন্দ্রকে সেই সময় জানানোর নির্দেশ দিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালে ৫ অগস্ট অফিসিয়ালি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। ফলে সেদিন থেকেই বিশেষ রাজ্যের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। কেবল বিশেষ রাজ্য নয়, জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করা হয়। অর্থাৎ জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ও লাদাখ করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক মামলা হয়। গত ২ জুলাই থেকে সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে সেই মামলাগুলির শুনানি শুরু হয়েছে। ৫ সদস্যের বেঞ্চে সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কাউস, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর গবাই এবং বিচারপতি সূর্য কান্ত।