Supreme Court: ‘প্রতিহিংসা পরায়ণ হতে পারে না ইডি’, গ্রেফতারির এক্তিয়ার মনে করাল শীর্ষ আদালত

Enforcement Directorate: শীর্ষ আদালতের বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, "ইডি অফিসাররা গ্রেফতারির কারণ মুখে বর্ণনা করেছিলেন, কোনও লিখিত কপি না দিয়ে। এতে ইডি ও তাদের নিম্ন মানের কাজের উপর আলোকপাত করে।"

Supreme Court: 'প্রতিহিংসা পরায়ণ হতে পারে না ইডি', গ্রেফতারির এক্তিয়ার মনে করাল শীর্ষ আদালত
ইডিকে ধমক সুপ্রিম কোর্টের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 7:16 AM

নয়া দিল্লি: শীর্ষ আদালতে বড় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( Enforcement Directorate)। বড় রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইডি(ED)-কে প্রতিহিংসা পরায়ণ না হতে বলল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে ইডিকে সতর্ক করে বলা হল, তাদের কাজে যেন স্বচ্ছতা থাকে এবং কঠোরভাবে আইন মেনেই কাজ করা হয়। 

আর্থিক তছরুপের অভিযোগে এম৩এম রিয়েল এস্টেট গ্রুপের ডিরেক্টরদের গ্রেফতারি সংক্রান্ত মামলারই শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের তরফে বলা হয় যে ওই রিয়েল এস্টেট সংস্থার দুই ডিরেক্টর পঙ্কজ ও বসন্ত বনসলকে গত ১৪ জুন আর্থিক তছরুপের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। ওই একই দিনে ইডিরই দায়ের করা অন্য একটি মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। এরপরই সংস্থার দুই ডিরেক্টর আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের ১৯ নম্বর ধারার অধীনে তাদের গ্রেফতারি বেআইনি বলে চ্যালেঞ্জ করেন এবং হরিয়ানা ও পঞ্জাব হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলেন যেখানে তাঁদের গ্রেফতারিতে সম্মতি জানানো হয়েছিল।

মঙ্গলবার ওই মামলায় শীর্ষ আদালতের তরফে অবিলম্বে এম৩এম রিয়েল এস্টেট গ্রুপের দুই ডিরেক্টরদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “ইডি অফিসাররা গ্রেফতারির কারণ মুখে বর্ণনা করেছিলেন, কোনও লিখিত কপি না দিয়ে। এতে ইডি ও তাদের নিম্ন মানের কাজের উপর আলোকপাত করে। বিশেষ করে যেখানে তদন্তকারী সংস্থা দেশের আর্থিক সুরক্ষা রক্ষার দায়িত্ব রয়েছে।