ক্লাসে পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে তিন তালাক দিলেন স্বামী!
জানা গিয়েছে, তিন তালাক দেওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ শাকিল। তিনি কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার বাসিন্দা। তিন বছর আগে তাঁর সঙ্গে ওই মহিলার বিয়ে হয়।
বারাবাঁকি: উত্তর প্রদেশের বারাবাঁকিতে একটি বেসরকারি স্কুলে চলছিল ক্লাস। এক শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। সে সয়মই এক ব্যক্তি ঢুকে পড়েন সেই ক্লাসে। ওই ব্যক্তি ওই শিক্ষিকার স্বামী। ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনেই নিজের স্ত্রীকে তিন তালাক দেন তিনি। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তিন তালাক দেওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, তিন তালাক দেওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ শাকিল। তিনি কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার বাসিন্দা। তিন বছর আগে তাঁর সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা। মারধর করা হত বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাঁকে কিছু না জানিয়েই শাকিল সৌদি আরবে চলে যান বলে অভিযোগ ওই মহিলার। পণের জন্য শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের মামার বাড়িতে থাকতে শুরু করেছিলেন ওই মহিলা।
জানা গিয়েছে, ২৮ জুন সৌদি আরব থেকে ফিরেছেন শাকিল। ১০ জুলাই তিনি গিয়েছিলেন ওই শিক্ষিকার মামার বাড়িতে। তখন তাঁকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু ওই শিক্ষিকা ফিরে যাননি বলে অভিযোগ। তখন তাঁর সঙ্গে ৬ দিন কাটান শাকিল। তার পর নিজের বাড়িতে চলে যান। ২৪ অগস্ট হঠাৎই স্কুলে হাজির হন শাকিল। সে সময় ক্লাস নিচ্ছিলেন ওই শিক্ষিকা। পড়ুয়াদের সামনে ক্লাসের মধ্যেই তাঁকে তিন তালাক দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ।