New Parliament: ‘আমিত্বের উদযাপন’, নয়া সংসদ ভবনের উদ্বোধনে নেই তৃণমূল-সিপিআই
Inauguration of New Parliament: রবিবার (২৮ মে), নয়া দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস (TMC) এবং সিপিআই। বিরোধী শিবিরের আরও বেশ কয়েকটি দলও এই অনুষ্ঠান বয়কট করতে পারে।
নয়া দিল্লি: রবিবার (২৮ মে), নয়া দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার (২৩ মে) জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের দাবি, এই অনুষ্ঠান হতে চলেছে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর ‘আমিত্বের উদযাপন’। তৃণমূল কংগ্রেসের পতেই হাঁটছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়াও। সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা জানিয়েছেন, তাঁর দল নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে না। গত কয়েকদিন ধরেই বিরোধী দলগুলির একাধিক নেতা দাবি তুলেছেন, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর নয় রাষ্ট্রপতি করা উচিত। এরই মধ্যে, তৃমমূল কংগ্রেস এবং সিপিআই এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিল। তবে, এখানেই শেষ নয়। একই রাস্তায় হাঁটতে পারে বিরোধী শিবিরের আরও কয়েকটি দলও। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বেশ কয়েকটি সমমনস্ক বিরোধী দলের নেতারা এই বিষয়ে আলোচনা করছেন। সমস্ত দলের সংসদীয় নেতারা এই বিষয়ে শিগগিরই একটি যৌথ বিবৃতি জারি করতে পারেন।
এদিন এক টুইটে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “সংসদ শুধুমাত্র একটি নতুন ভবন নয়; এটি পুরানো ঐতিহ্য, মূল্যবোধ, নজির এবং নিয়ম-সহ একটি প্রতিষ্ঠান – এটি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। প্রধানমন্ত্রী মোদী এটা বোঝেননি। তাঁর কাছে রবিবার নতুন ভবনের উদ্বোধন আমি, আমার, আমি নিজে সম্পর্কিত। তাই আমাদের এই অনুষ্ঠানে আশা করবেন না।” সংবাদ সংস্থা এএনআই-কে আরেক তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবন উদ্বোধনের বিরোধিতা করছি। রাষ্ট্রপতির উচিত ছিল এটি উদ্বোধন করা। রাষ্ট্রপতি সংসদের অবিচ্ছেদ্য অংশ। সংসদে অধ্যক্ষের পদমর্যাদাও প্রধানমন্ত্রীর উপরে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবন নির্মাণের কৃতিত্ব নিতে চান। তাই রাষ্ট্রপতিকে ব্রাত্য করে রাখা হয়েছে। আমরা অনুষ্ঠানটি বয়কট করার কথা ভাবছি। দলই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
Parliament is not just a new building; it is an establishment with old traditions, values, precedents and rules – it is the foundation of Indian democracy. PM Modi doesn’t get that
For him, Sunday’s inauguration of the new building is all about I, ME, MYSELF. So count us out
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 23, 2023
#WATCH | We are opposed to the PM inaugurating the new Parliament building. The President should inaugurate it. We are thinking of boycotting the function, the party has to take a final decision on the matter: TMC MP Saugata Roy pic.twitter.com/murcRV5E54
— ANI (@ANI) May 23, 2023
২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা। লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য যে সরকারি আমন্ত্রণপত্র জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উপস্থিতিতে সংসদের ওই দিন দুপুর ১২টায় নয়া ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং সকল সাংসদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এই আমন্ত্রণ পাঠিয়েছেন। রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী হাতে নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে ইতিমধ্য়েই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে । সোমবারই এক টুইটে তিনি লিখেছিলেন, “মনে হয় শুধুমাত্র ভোটব্যাঙ্কের কারণেই মোদী সরকার দলিত এবং উপজাতি সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত করেছে।” তার আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, নতুন সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতির হাতে হওয়া উচিত। সিপিআই-এর ডি রাজা, এআইমিমের আসাদউদ্দিন ওয়াইসি এবং আরজেডি-র মনোজ কুমার ঝা-সহ বেশ কয়েকজন বিরোধী নেতা নতুন ভবনের উদ্বোধনের পরিকল্পনার সমালোচনা করেছেন।