Joka Taratala Metro : জোকা-তারাতলা লাইনে প্রথমদিনের মেট্রোর ‘স্বাদ’ নিলেন কত যাত্রী?

Joka Taratala Metro : তবে বছরের শুরুতে জোকা-তারাতলায় প্রথমদিনের মেট্রোর স্বাদ নিলেন ৫০০৩ জন যাত্রী।

| Edited By: | Updated on: Jan 02, 2023 | 9:17 PM
বছরের শুরুতেই বড় উপহার পেয়েছে কলকাতাবাসী। উদ্বোধন হয়ে গিয়েছে ৬.৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো পরিষেবার। বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে জোকা-তারাতলায় (Joka Taratala Metro)। এই রুটে থাকছে মোট ৬ টি স্টেশন।

বছরের শুরুতেই বড় উপহার পেয়েছে কলকাতাবাসী। উদ্বোধন হয়ে গিয়েছে ৬.৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো পরিষেবার। বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে জোকা-তারাতলায় (Joka Taratala Metro)। এই রুটে থাকছে মোট ৬ টি স্টেশন।

1 / 6
৬টি স্টেশনের তালিকায় থাকছে জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। পরবর্তীতে এই রুট আরও বিস্তৃত হবে। কাজও চলছে জোরকদমে।

৬টি স্টেশনের তালিকায় থাকছে জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। পরবর্তীতে এই রুট আরও বিস্তৃত হবে। কাজও চলছে জোরকদমে।

2 / 6
মেট্রো রেল সূত্রে খবর, আপাতত দিনে ১২ টি মেট্রো চলবে। ৬টি মেট্রো যাবে আপ লাইনে এবং ৬টি ডাউন লাইনে। তবে আগামীতে এই সংখ্যা আরও বাড়বে পারে বলে খবর। তবে বছরের শুরুতে জোকা-তারাতলায় প্রথমদিনের মেট্রোর স্বাদ নিলেন ৫০০৩ জন যাত্রী।

মেট্রো রেল সূত্রে খবর, আপাতত দিনে ১২ টি মেট্রো চলবে। ৬টি মেট্রো যাবে আপ লাইনে এবং ৬টি ডাউন লাইনে। তবে আগামীতে এই সংখ্যা আরও বাড়বে পারে বলে খবর। তবে বছরের শুরুতে জোকা-তারাতলায় প্রথমদিনের মেট্রোর স্বাদ নিলেন ৫০০৩ জন যাত্রী।

3 / 6
আপাতত প্রতি এক ঘণ্টা অন্তর মিলছে পরিষেবা।জোকা থেকে মেট্রো পাওয়া যাবে, সকাল ১০টা, বেলা ১১ টায়, দুপুর ১২ টায়, দুপুর ৩টেয়, বিকেল ৪টেয় এবং বিকেল ৫টায়। মেট্রো চলবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি-রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।

আপাতত প্রতি এক ঘণ্টা অন্তর মিলছে পরিষেবা।জোকা থেকে মেট্রো পাওয়া যাবে, সকাল ১০টা, বেলা ১১ টায়, দুপুর ১২ টায়, দুপুর ৩টেয়, বিকেল ৪টেয় এবং বিকেল ৫টায়। মেট্রো চলবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি-রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।

4 / 6
অন্যদিকে তারাতলা থেকে মেট্রো পাওয়া যাবে - সকাল সাড়ে ১০টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টেয়, বিকেল সাড়ে ৪টেয় এবং বিকেল সাড়ে ৫টায়।

অন্যদিকে তারাতলা থেকে মেট্রো পাওয়া যাবে - সকাল সাড়ে ১০টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টেয়, বিকেল সাড়ে ৪টেয় এবং বিকেল সাড়ে ৫টায়।

5 / 6
সূত্রের খবর, সারাদিনে একটি মেট্রোই আপ-ডাউন যাতায়াত করবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ২৪৭৫ কোটি টাকা খরচ করে এই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে

সূত্রের খবর, সারাদিনে একটি মেট্রোই আপ-ডাউন যাতায়াত করবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ২৪৭৫ কোটি টাকা খরচ করে এই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে

6 / 6
Follow Us: