Bengal BJP: বাগদেবী বন্দনায় বিজেপি, ডাকা হয়েছে বিক্ষুব্ধদেরও
Bengal BJP: বিক্ষুব্ধ অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে সরস্বতী পুজোয়। রাজ্য দফতরের ভেতরে হবে পুজো বাইরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলকাতা: কোন্দল রুখতে পদ্মের ভরসা সরস্বতী। রাজ্য বিজেপির অন্দরে চাপানউতর, বিক্ষোভের মাঝেই মেলবন্ধনের বার্তা। রাজ্য বিজেপির সদর দফতরে আড়ম্বরের সঙ্গে বাগদেবীর আরাধনা। সঙ্গে দু দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোগ বিতরণ। বিক্ষুব্ধ অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে সরস্বতী পুজোয়। রাজ্য দফতরের ভেতরে হবে পুজো বাইরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত মাস দেড়েকে বিজেপিতে ক্রমেই বিদ্রোহের সুর জোরাল হয়েছে। শুরুটা হয়েছিল সায়ন্তন বসুর হাত ধরে। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। সঙ্গে সঙ্গেই হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। সেই শুরু…গত কয়েকদিনে সেই রীতিই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বিজেপিতে। সাংগঠনিক জেলা সভাপতি এবং ইনচার্জদের নাম ঘোষণা পরে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কয়েকজন বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। দলের রাজ্য ও জেলার বিভিন্ন গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বাঁকুড়ার ৫ বিধায়কও।
এদিকে, মতুয়া সম্প্রদায়ের ভোটের ওপর নির্ভর করে লোকসভা নির্বাচনে যে ফল দেখেছিল পদ্ম শিবির। কিন্তু নতুন রাজ্য ও জেলা কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা না দেওয়ায় ভীষণভাবে বিরক্ত শান্তনু ঠাকুর। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ক্ষোভের কথা জানাতেও প্রস্তুত। তবে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
এরই মধ্যে সুর চড়িয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরা। দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য় করে বরখাস্ত হয়েছেন। জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরা। বরখাস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। তাঁদের বক্তব্য, রাজ্য বিজেপিতে সংগঠন বলে কিছু নেই। দুই অনভিজ্ঞ নেতা রীতিমতো মৌরসি পাট্টা গড়ে তুলেছেন। দফতরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন। বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদারের সাংগঠনিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিজেপির ‘অন্তর্দ্বন্দ্ব’ রীতিমতো ফাটলের গা বেয়ে বেরিয়ে আসে। বিদ্রোহী জয়প্রকাশের সুর অবশ্য এখন অনেকটাই খাদে। সুকান্ত মজুমদারকে শক্ত হাতে রাশ ধরার পরামর্শ জয়প্রকাশ মজুমদারের। তাহলেই প্রাণ ফিরে পাবে বঙ্গ বিজেপি।
এরই মধ্যে বাগদেবীর আরাধনা হবে বঙ্গ বিজেপিতে। বিশ্লেষকরা মনে করছেন, সরস্বতী পুজোর মধ্যে দিয়েই মেলবন্ধনের বার্তা দিতে চাইছেন শীর্ষ নেতৃত্বরা। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা-কর্মীদের আর্জি ও আবদারেই ওই পুজোর আয়োজন করা হয়। পুজো ঘিরে অনুষ্ঠানে বহু মানুষকে একসঙ্গে পাওয়া গেলে তা দলের পক্ষে লাভ বলেই মনে করা হচ্ছে। আবার একাংশের মতে, দলের অফিসের বিদ্যারও কাজ হয়। তাই বাগদেবীর আরাধনা।
আরও পড়ুন: চূড়ান্ত ১০৮ টি পুরসভার প্রার্থী তালিকা, সুপ্রিমোর সবুজ সঙ্কেত মিলতেই দু’দিনের মধ্যে প্রকাশ
আরও পড়ুন: রাজ্যে ফের খুলল স্কুল, অক্ষরে অক্ষরে মানা হচ্ছে কোভিড বিধি