Bidhannagar Municipal Election: বিধাননগর পুরভোট সামনে রেখে তিনটি নির্বাচনী কমিটি গঠন বিজেপির
BJP: বিধাননগর পুরভোট সামনে রেখে তিনটি নির্বাচনী কমিটি গঠন বিজেপির।
বিধাননগর: বিধাননগর পৌর নিগম নির্বাচনের (Bidhannagar Municipal Election) জন্য তিনটি বিধানসভা এলাকায় তিনটি নির্বাচনী কমিটি গঠন করেছে বিজেপি (BJP)। বুধবার সল্টলেকের জিসি ব্লকে কমিটি মেম্বারদের বৈঠক ছিল এদিন। সেই প্রার্থী তালিকা পাঠানো হচ্ছে রাজ্য দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি ইনচার্জ বিধাননগর ইলেকশন কমিটির। আগামী ৩১ তারিখ নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।
আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুর নিগমের নির্বাচন। আর তার আগে প্রার্থী তালিকা কী হবে, কাদের কাদের টিকিট দেওয়া হবে সে নিয়েই ছিল বৈঠক। নির্বাচন ঘিরে কী কী কর্মসূচি নেওয়া হবে। সব বিষয় নিয়ে আলোচনা করতে বসে বিধাননগর পুর নিগম এলাকার বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, আগামী ৩১ ডিসেম্বর বিধান নগর পৌর নিগমের বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা হতে পারে। ইতিমধ্যে বহু বায়োডাটা জমা পড়েছে প্রার্থী হওয়ার জন্য। এদিন এই বৈঠকে সেই জমা পড়া বায়োডাটা বাছাই করে একটি নামের তালিকা পাঠানো হচ্ছে রাজ্য দফতরে। জেলা সভাপতি আইনজীবী অরিজিৎ বক্সির হাত দিয়ে। নির্বাচনের জন্য তিনটে বিধানসভা এলাকায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কনভেনর হলেন অনুপম দত্ত (বিধান নগর)। রাজারহাট নিউটাউনের কনভেনর করা হয়েছে কিশোর করকে। স্বপন রায় চৌধুরী হয়েছেন রাজারহাট গোপালপুরের কনভেনর। বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংয়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ড রয়েছে। তিনটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। একটি রাজারহাট নিউটাউন, যার মধ্যে আছে বিধাননগর পুরনিগমের ১১টা ওয়ার্ড। রাজারহাট গোপালপুরের মধ্যে রয়েছে পুরনিগমের ১৬টা ওয়ার্ড। এবং বিধাননগর বিধানসভায় রয়েছে ১৪টি ওয়ার্ড। এই ১৪টি ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরি এবং নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার রয়েছে রাজারহাট গোপালপুরের ১৬ টি ওয়ার্ডের প্রার্থী নির্বাচনের বৈঠক হবে বলে সূত্রের খবর।
বঙ্কিম ঘোষের কথায়, “নতুন মুখ সব সময় থাকবে। নতুন মুখ অনেক আমাদের আছে। পুরনো নতুনের ভারসাম্য নিয়েই আমরা প্রার্থী তালিকা করেছি। প্রার্থী ভাল হবে সব জায়গায়, আশা করছি। ইয়ং জেনারেশন আছে। বায়োডাটা জমা পড়েছে। সেগুলো বিশ্লেষণ করেই আমরা ঠিক করে পাঠিয়ে দিচ্ছি রাজ্য ঠিক করবে”।
আরও পড়ুন: Madan Mitra: ঈশ্বরের নামে শপথ করে বলছি, প্রথম মদ খাইয়েছে শুভেন্দুর বাবা: মদন
আরও পড়ুন: Purba Medinipur: অধিকারী আমলে কাঁথি পুরসভায় দুর্নীতির অভিযোগ! নবান্নের নির্দেশে শুরু হল তদন্ত