Rosevalley Case: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে নাম শ্রেয়া পাণ্ডের

Shrreya Pande: একইসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে আরও জানা গিয়েছে, গৌতম কুণ্ডু একবার চিন সফরে গিয়েছিলেন। সেই সফরেও শ্রেয়া পাণ্ডে উপস্থিত ছিলেন।

Rosevalley Case: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে নাম শ্রেয়া পাণ্ডের
রোজভ্যালিকাণ্ডে চার্জশিটে নাম শ্রেয়া পাণ্ডের। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 5:01 PM

কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল সিবিআই। সেই চার্জশিটে নাম রয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। ভুবনেশ্বর আদালতে সিবিআই তাঁর নামে চার্জশিট জমা দিয়েছে। সোমবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ভুবনেশ্বর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। সেই চার্জশিটে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের।

শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থা মোটা টাকার বিনিময়ে রোজভ্যালি সংস্থার কাছ থেকে কাজের বরাত নিয়েছিল। কিন্তু সেই কাজ তারা শেষ করেনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূলত রোজভ্যালির কাছ থেকে দু’টি কাজের বরাত নিয়েছিল শ্রেয়া পাণ্ডের সংস্থা। সেই কাজ অসমাপ্ত রেখেই মাঝ পথে সরে যায় সংস্থাটি।

সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, শ্রেয়ার সংস্থা কাজের জন্য টাকাও নিয়েছিল। সেই কাজে হাত দিলেও সামান্য কাজ করে তা বন্ধ করে দেয়। এটাই মূলত সংস্থার কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ বলে জানা গিয়েছে। কথা ছিল মন্দারমণিতে একটি হোটেল ও একটি নাইট ক্লাবের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ করবে শ্রেয়া পাণ্ডের সংস্থা। সব মিলিয়ে তিন থেকে চার কোটি টাকা শ্রেয়ার সংস্থা নিয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের।

একইসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে আরও জানা গিয়েছে, গৌতম কুণ্ডু একবার চিন সফরে গিয়েছিলেন। সেই সফরেও শ্রেয়া পাণ্ডে উপস্থিত ছিলেন। একজন ভুঁইফোড় লগ্নিকারী সংস্থার কর্তার সঙ্গে কেন তাঁকে বিদেশ সফরে দেখা গিয়েছিল তা নিয়েও প্রশ্ন রয়েছে সিবিআইয়ের। একইসঙ্গে টাকা নিয়েও কেন কাজ অসম্পূর্ণ রেখে দেন শ্রেয়া সেটাও জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, রোজভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। ইডি এবং সিবিআই, দুই সংস্থাই তাদের বিরুদ্ধে তদন্ত করছে। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও। রোজভ্যালি গোষ্ঠীর বিভিন্ন হোটেল, বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিমান্ড ড্রাফটের সন্ধান পান ইডির আধিকারিকরা। বহু টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়।

আরও পড়ুন: Post Poll Clash: ভোট পরবর্তী হিংসা মামলায় ২১টি ধর্ষণের অভিযোগের প্রমাণ নেই, হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের