CM Mamata Banerjee: বাবা রে! আর ডাকলেও রাজভবনে যাব না আমি, যা কীর্তি-কেলেঙ্কারি: মমতা

CM Mamata Banerjee: এরইমধ্যে সপ্তগ্রামের সভা থেকে রীতিমতো আতঙ্কের সুর শোনা গেল মমতার গলায়। রীতিমতো হাতজোড় করে বললেন, “বাবারে! আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন।”

Follow Us:
| Updated on: May 11, 2024 | 4:13 PM

হুগলি: ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন হুগলির সপ্তগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফের একবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে খুললেন মুখ। এমনকী সদ্য রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে তা নিয়েও তুলে দিলেন প্রশ্ন। 

এদিন সপ্তগ্রামের সভা থেকে মমতা বলেন, “প্রেসকে ডেকেছিল রাজ্যপাল। এডিট করে কিছু ভিডিয়ো দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি? আমার কাছে কপি আছে। যেটা এডিট করেছে সেটাও আছে। আরও একটা ভিডিয়ো আমি পেলাম।” প্রসঙ্গত, রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। ওই অভিযোগকে কেন্দ্র করেই বিগত কয়েকদিন ধরে তুমুল শোরগোল চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিল শাসক দল তৃণমূল। এদিকে এরইমধ্যে ফুটেজ সামনে আনার সিদ্ধান্ত নেয় রাজভবন। বৃহস্পতিবার সকালে সামনে আসে সেই সব ফুটেজ। তবে ঘটনার ধোঁয়াশা যে পুরোপুরিভাবে কেটেছে তা এখনই বলা যাচ্ছে না। 

এরইমধ্যে সপ্তগ্রামের সভা থেকে রীতিমতো আতঙ্কের সুর শোনা গেল মমতার গলায়। রীতিমতো হাতজোড় করে বললেন, “বাবা রে! আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। কিন্তু, যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।”