HS Syllabus: আরও কমল একাদশ ও দ্বাদশের সিলেবাস, নয়া ঘোষণা শিক্ষা সংসদের
HS Syllabus: যেমন, একাদশের বাংলা বিষয়ে বাতিল হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ- হাঙর শিকার। থাকছে না কাজী নজরুল ইসলামের কবিতা দ্বীপান্তরের বন্দিনী। গ্যাব্রিয়াল মর্কেজের অনুবাদ গল্পও ছেঁটে ফেলা হয়েছে।
কলকাতা: উচ্চ মাধ্যমিকে (Higher Secondary)-র সিলেবাস (Syllabus) আরও কমল। বোঝা কমানো হল পড়ুয়াদের। দ্বাদশ ও একাদশ শ্রেণির নতুন সিলেবাস ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, যে সমস্ত বিষয়ে থিওরিতে পূর্ণমান বা ফুল মার্কস ৬০ অথবা তার কম সেই বিষয়গুলির সিলেবাস একই থাকছে। সঙ্গীত, ফিজিক্যাল এডুকেশন, ভিজু়য়াল আর্টসের মতো বিষয় ছাড়া কমছে অন্যান্য বিষয়ের সিলেবাস।
যেমন, একাদশের বাংলা বিষয়ে বাতিল হয়েছে স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ- হাঙর শিকার। থাকছে না কাজী নজরুল ইসলামের কবিতা দ্বীপান্তরের বন্দিনী। গ্যাব্রিয়াল মর্কেজের অনুবাদ গল্পও ছেঁটে ফেলা হয়েছে। তাছাড়া বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, লৌকিক সাহিত্য: ছড়া, ধাঁধা, প্রবাদ শীর্ষক অংশ এবং মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের নাটক আর থাকছে না বাংলার নয়া সিলেবাসে।
ইংরেজি বিষয় থেকে নন্দলাল বসুর একটি গদ্যাংশ, উইলিয়াম ব্লেকের কবিতা ও টুয়েলফথ নাইট নাটক থাকছে না। এছাড়া সংস্কৃত, বিজ়নেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, দর্শন, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, ভূগোল, ইতিহাস, কম্পিউটার সায়েন্সের মতো বিষয়গুলির সিলেবাস কমানোর কথা বিবৃতি জারি করে জানিয়েছে বিদ্যাসাগর ভবন। বিস্তারিত সিলেবাস মিলবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইট থেকে।
উল্লেখ্য, এর আগে অগস্ট মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানোর কথা ঘোষিত হয়। করোনা আবহে পড়ুয়াদের বোঝা কমাতেই এহেন পদক্ষেপ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গত ৬ অগস্ট শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা নেওয়া হবে, তা চলতি বছরের পদ্ধতিতেই নেওয়া হবে।
আরও পড়ুন: CBI and ED on Narada Case: আপাতত ইডি-সিবিআইকে হাজিরা দিতে হবে না বিধানসভায়
পাশাপাশি দশম শ্রেণির প্রধান বিষয়গুলির সিলেবাস অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছেঁটে ফেলা হয়েছে। সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের এক বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন সিলেবাস সম্পর্কে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কেন সিলেবাস কম করা হল তার কোনও ব্যাখ্যা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে শিক্ষামহলের বক্তব্য, গত বছর যেভাবে করোনার কারণে একাদশ-দ্বাদশের সিলেবাস কম করা হয়েছিল। এ বারও সেই একই ফর্মুলা মেনে দশমের সিলেবাসেও কমিয়ে ফেলা হয়েছে। কিন্তু করোনার অছিলায় সিলেবাস কম হওয়ার দরুণ পড়ুয়াদের সুবিধা হলেও তা তাদের মেধার জন্য কতটা ফলদায়ক হবে, সেই প্রশ্ন অবশ্য রয়েই যাচ্ছে।