COVID Update: রাজ্যে আরও কিছুটা কমল সংক্রমণ, মৃত্যুহীন উত্তরবঙ্গ
Coronavirus cases in West Bengal: বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১০ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
কলকাতা: রাজ্যে ফের কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১০ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭২১ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৯১৭ জনের। পজিটিভিটি রেট ১.৮৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৪৭।
রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও কলকাতা ও উত্তর ২৪ পরগনা এখনও রাজ্যে করোনার এপিসেন্টার। এই দুই জেলা থেকে করোনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। শেষ ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মৃত্যুও হয়েছে এই দুই জেলাতেই। কলকাতায় করোনায় প্রাণ কেড়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ ছাড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও একজন করে প্রাণ হারিয়েছেন।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৯ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু:বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ২১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-৩।