Cyclone Dana Live: বাংলার ৭ জেলায় বন্ধ স্কুল, বৃহস্পতি ও শুক্রে শিয়ালদা ডিভিশনে বাতিল ১৬০টি ট্রেন

| Edited By: | Updated on: Oct 23, 2024 | 3:24 AM

Cyclone Dana Live: দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। লাল ও কমলা অ্যালার্ট জারি হয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মূলত প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Cyclone Dana Live: বাংলার ৭ জেলায় বন্ধ স্কুল, বৃহস্পতি ও শুক্রে শিয়ালদা ডিভিশনে বাতিল ১৬০টি ট্রেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

পুজো কাটতে না কাটতেই বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দানা বাঁধছে ‘দানা’। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে দানা। সাগর দ্বীপ থেকে সেই নিম্নচাপের দূরত্ব ক্রমশ কমছে। বুধবারই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতি রাতেই হানা দেওয়ার সম্ভাবনা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Oct 2024 03:23 AM (IST)

    বুধবার দুপুরের মধ্যে দিঘা ও নিউ দিঘায় হোটেল খালি করার নির্দেশ

    ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে পর্যটকদের নিরাপত্তা জন্য বড় সিদ্ধান্ত প্রশাসনের। দিঘা ও নিউ দিঘায় বুধবার দুপুরের মধ্যে হোটেল খালি করতে হবে। মঙ্গলবার রাতে দিঘা ও নিউ দিঘার হোটেলগুলিতে যান পুলিশকর্মীরা। প্রশাসনের সিদ্ধান্তের কথা ফের জানান।

  • 23 Oct 2024 02:24 AM (IST)

    শিয়ালদা ডিভিশনে বাতিল ১৬০টি ট্রেন

    মঙ্গলবার পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ তারিখ ওড়িশা ও বাংলা উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় দানা নিয়ে মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হবে। এবং ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তারই সতর্কতা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ শিয়ালদা দক্ষিণ শাখায়।

    বিস্তারিত পড়ুন: বৃহস্পতি ও শুক্রবার দেড়শোর বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে

  • 22 Oct 2024 08:18 PM (IST)

    পুরী ও সাগর দ্বীপের মধ্যে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে দানা

    সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ। আগামিকাল ঘূর্ণিঝড় দানা সৃষ্টির পূর্বাভাস। বর্তমানে পারাদ্বীপ থেকে ৬৯০ কিমি দূরে নিম্নচাপ অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ৭৪০ কিমি। বৃহস্পতিবার রাতে ওড়িশা-বাংলা উপকূলে ‘দানা’র হানা সম্ভাবনা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৫টার মধ্যে পুরী ও সাগর দ্বীপের মধ্যে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে দানা।

  • 22 Oct 2024 05:02 PM (IST)

    উদ্বিগ্ন মমতা

    মমতা বলছেন, “আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরি এবং সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হতে পারে। সেই সময় ঝড়ের গতি ১০০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে। কোথাও কোথাও ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ দেখা যেতে পারে।” 

  • 22 Oct 2024 04:59 PM (IST)

    চারদিন সব স্কুল বন্ধ

    “উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ। ত্রাণ মজুত রাখা আছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত সাত জেলার সব স্কুল ছুটি দেওয়া হয়েছে।” বললেন মমতা। 

  • 22 Oct 2024 04:22 PM (IST)

    মৌসুনি, ঘোড়ামারা, পাথর প্রতিমা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

    • ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় আজ দুপুরে কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে হল প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, বিধায়ক মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল, এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
    • মৌসুনি দ্বীপ ও ঘোড়ামারা দ্বীপ ছাড়াও নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, গঙ্গাসাগর উপকূল, পাথর প্রতিমায় ৬৫টি বেহাল মাটির বাঁধ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৭টি বাঁধের পরিস্থিতি আরও বেহাল।
    • সেচ দফতরকে এই বেহাল বাঁধগুলোর উপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
    • আগামী ২৪ এবং ২৫ তারিখ সুন্দরবনের সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ভাঙনপ্রবণ ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের দুর্যোগ শুরুর আগেই সরিয়ে নিয়ে যাওয়া হবে সাগরদ্বীপে।
  • 22 Oct 2024 02:30 PM (IST)

    সাইক্লোনের আশঙ্কায় স্কুল ছুটির ঘোষণা

    • ১৪টি জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দানা আতঙ্কে ঘোষণা করা হয়েছে ছুটির।
    • পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।
    •  আপৎকালীন কাজের জন্য  বহু সরকারি অফিসেই আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে প্রশসানের তরফে।

    বিস্তারিত পড়ুন: দানার ভয়ে ১৪টি জেলায় সব স্কুলে ছুটি ঘোষণা

  • 22 Oct 2024 01:59 PM (IST)

    বিমান পরিষেবায় কী প্রভাব ফেলবে ‘দানা’

    • ঘূর্ণিঝড় দানার কারণে যাতে বিমান চলাচলে কোনও অসুবিধা না হয়, বা বিপদ এড়াতে কোনও কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে তৎপরতা বেড়েছে দমদম বিমানবন্দরেও।
    • ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই বিমানগুলিকে কীভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে, উড়ান বাতিল হবে নাকি ঘুরপথে চলবে এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে এদিন হয় বৈঠক।
    • বিধ্বংসী ঝড়ের কবল থেকে বাঁচতে এর আগে বহু বিমানের চাকাই বেঁধে রাখতে দেখা গিয়েছিল। এবারও ফিরতে পারে সেই ছবি।

    বিস্তারিত পড়ুন: দানার ভয়ে কাঁপছে বাংলা, উড়তে পারবে তো বিমান? হয়ে গেল উচ্চ পর্যায়ের বৈঠক

  • 22 Oct 2024 12:08 PM (IST)

    সাইক্লোন ‘দানা’র আশঙ্কায় শিয়ালদহ ডিভিশনে কী কী ব্যবস্থা নিচ্ছে রেল

    • ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়তে পারে সেই ঝড়। তার আগে রাজ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
    • রেল লাইনে জল জমে যাওয়ার আশঙ্কা থাকছেই। তাই জায়গায় জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রেন চলাচল ব্যাহত হতে পারে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পূর্ব রেল।
    • যে সব স্টেশনে বেশি প্রভাব পড়তে পারে, সেখানে পর্যাপ্ত ইঞ্জিনিয়ার ও টেলিকম স্টাফ মোতায়েন করা হচ্ছে। সেই তালিকায় থাকছে নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদ।

    বিস্তারিত পড়ুন: সাইক্লোন ‘দানা’র আশঙ্কায় শিয়ালদহ, দমদম, ডায়মন্ড হারবার সহ সব স্টেশনে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে রেল

  • 22 Oct 2024 10:32 AM (IST)

    দিঘায় পর্যটকদের ভিড়, ফুঁসছে সমুদ্র, নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    • দিঘায় হাজির হয়েছেন বহু পর্যটক। ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে, সেই দৃশ্য দেখতেই এসেছেন অনেকে।
    • পর্যটকরা যাতে কেউ সমুদ্রে না নামতে পারে, তার জন্য সতর্ক প্রশাসন। দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। সেই দড়ির একপাশ থেকেই সমুদ্র দেখতে পাবেন পর্যটকরা।
    • নুলিয়ারা বলছেন, সমুদ্র উত্তাল হয়েছে, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। পর্যটকদের নামতে দেওয়ার অনুমতি নেই।
    • পূর্ব মেদিনীপুরের ২৫ টি ব্লকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে সমুদ্রতট থেকে দূরে যেতে বলা হয়েছে।
  • 22 Oct 2024 09:36 AM (IST)

    দুর্গাপুরের মতো ভাসতে পারে কলকাতাও!

    • বর্ষা গেলেও বড় পরীক্ষার মুখে কলকাতা পুরসভা। দু’দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে মহানগরে। অল্প সময়ে বেশি বৃষ্টি হলে দুর্গাপুরের মতো ভাসতে পারে কলকাতাও।
    • দানা নিয়ে সতর্ক প্রশাসন। গতকালই বৈঠক করেছেন মুখ্যসচিব। উপকূলীয় অঞ্চলে মাইকে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী, নীচু এলাকার বাসিন্দাদের ও পর্যটন কেন্দ্রের হোটেল মালিকদের সতর্ক করেছে প্রশাসন।
  • 22 Oct 2024 09:29 AM (IST)

    কলকাতা ও দক্ষিণবঙ্গে কী প্রভাব পড়বে?

    পুরী ও সাগরদ্বীপের মাঝে সাইক্লোনের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিন ভারী থেকে চরম ভারী বৃষ্টি হতে পারে। আর সাইক্লোন দানা আছড়ে পড়লে উপকূলে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে ঝড়। বুধবার ও বৃহস্পতিবার, দু’দিন কলকাতায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা রয়েছে। উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

Published On - Oct 22,2024 9:27 AM

Follow Us: