Cyclone Dana Live: ৭৭০ কিলোমিটার দূরে অপেক্ষা করছে ‘দানা’! কোথায় ল্যান্ডফল, কত গতিতে বইবে ঝড়, সব আপডেট একনজরে

| Edited By: | Updated on: Oct 22, 2024 | 11:20 AM

Cyclone Dana Live: দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। লাল ও কমলা অ্যালার্ট জারি হয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মূলত প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Cyclone Dana Live: ৭৭০ কিলোমিটার দূরে অপেক্ষা করছে 'দানা'! কোথায় ল্যান্ডফল, কত গতিতে বইবে ঝড়, সব আপডেট একনজরে
সাইক্লোনের আগে সমুদ্র থেকে ফিরথে নৌকাImage Credit source: PTI

LIVE NEWS & UPDATES

  • 22 Oct 2024 10:32 AM (IST)

    দিঘায় পর্যটকদের ভিড়, ফুঁসছে সমুদ্র, নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    • দিঘায় হাজির হয়েছেন বহু পর্যটক। ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে, সেই দৃশ্য দেখতেই এসেছেন অনেকে।
    • পর্যটকরা যাতে কেউ সমুদ্রে না নামতে পারে, তার জন্য সতর্ক প্রশাসন। দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। সেই দড়ির একপাশ থেকেই সমুদ্র দেখতে পাবেন পর্যটকরা।
    • নুলিয়ারা বলছেন, সমুদ্র উত্তাল হয়েছে, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। পর্যটকদের নামতে দেওয়ার অনুমতি নেই।
    • পূর্ব মেদিনীপুরের ২৫ টি ব্লকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে সমুদ্রতট থেকে দূরে যেতে বলা হয়েছে।
  • 22 Oct 2024 09:36 AM (IST)

    দুর্গাপুরের মতো ভাসতে পারে কলকাতাও!

    • বর্ষা গেলেও বড় পরীক্ষার মুখে কলকাতা পুরসভা। দু’দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে মহানগরে। অল্প সময়ে বেশি বৃষ্টি হলে দুর্গাপুরের মতো ভাসতে পারে কলকাতাও।
    • দানা নিয়ে সতর্ক প্রশাসন। গতকালই বৈঠক করেছেন মুখ্যসচিব। উপকূলীয় অঞ্চলে মাইকে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী, নীচু এলাকার বাসিন্দাদের ও পর্যটন কেন্দ্রের হোটেল মালিকদের সতর্ক করেছে প্রশাসন।
  • 22 Oct 2024 09:29 AM (IST)

    কলকাতা ও দক্ষিণবঙ্গে কী প্রভাব পড়বে?

    পুরী ও সাগরদ্বীপের মাঝে সাইক্লোনের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিন ভারী থেকে চরম ভারী বৃষ্টি হতে পারে। আর সাইক্লোন দানা আছড়ে পড়লে উপকূলে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে ঝড়। বুধবার ও বৃহস্পতিবার, দু’দিন কলকাতায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা রয়েছে। উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

পুজো কাটতে না কাটতেই বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দানা বাঁধছে ‘দানা’। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে দানা। সাগর দ্বীপ থেকে বর্তমানে সেই নিম্নচাপের দূরত্ব মাত্র ৭৭০ কিলোমিটার। বুধবারই জন্ম নেবে ‘দানা’। বৃহস্পতি রাতেই হানা দেওয়ার সম্ভাবনা।

Published On - Oct 22,2024 9:27 AM

Follow Us: