Cyclone Dana Live: ১২টা বাজতেই ঝাঁপিয়ে পড়ল দানা, শুরু ল্যান্ডফল, রাত জাগছেন মমতা

| Edited By: | Updated on: Oct 25, 2024 | 12:52 AM

Cyclone Dana Live: কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল আটটা না বাজতে বাজতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলের পরিস্থিতি সময় যত বাড়ছে ক্রমেই খারাপ হচ্ছে।নদীগুলিতে বেড়েছে স্রোত। আজ সারাদিন এই বঙ্গের কী পরিস্থিতি থাকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে তার সমস্ত লাইভ আপডেট দেখুন সরাসরি....  

Cyclone Dana Live: ১২টা বাজতেই ঝাঁপিয়ে পড়ল দানা, শুরু ল্যান্ডফল, রাত জাগছেন মমতা

বুধবারই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা। তারপর ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। আর দানার প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল আটটা না বাজতে বাজতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলের পরিস্থিতি সময় যত বাড়ছে ক্রমেই খারাপ হচ্ছে।নদীগুলিতে বেড়েছে স্রোত। আজ সারাদিন এই বঙ্গের কী পরিস্থিতি থাকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে তার সমস্ত লাইভ আপডেট দেখুন সরাসরি….

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Oct 2024 11:34 PM (IST)

    রাত জাগছেন মমতা

    ১২টা বাজতেই না বাজতেই স্থলভাগে ঝাঁপিয়ে পড়ল দানা। শুরু ল্যান্ডফল, রাত জাগছেন। জেগে রয়েছেন মুখ্যসচিব‌ও। আবহাওয়া দফতর বলছে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে প্রায় চার ঘণ্টা।

  • 24 Oct 2024 11:33 PM (IST)

    কী বলছে নবান্নের রিপোর্ট?

    ২ লাখ ১১ হাজার ২৩৪ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এখনও পর্যন্ত। বলছে নবান্নের রিপোর্ট।

  • 24 Oct 2024 10:35 PM (IST)

    ফের কন্ট্রোল রুমে মমতা

    ল্যান্ডফল শুরু হওযার আগে মুখ্যমন্ত্রী ফের কন্ট্রোল রুমে। গোকুল দেবনাথ মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তের পরিস্থিতি বোঝাচ্ছেন।

  • 24 Oct 2024 09:45 PM (IST)

    মাত্র ৭০ কিলোমিটার দূরে দানা

    আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, পারাদ্বীপ থেকে সাইক্লোন দানা-র দূরত্ব আর মাত্র ৭০ কিলোমিটার, ধামরা থেকে দূরত্ব ৯০ কিলোমিটার ও সাগর দ্বীপ থেকে দূরত্ব ১৯০ কিলোমিটার।

  • 24 Oct 2024 09:44 PM (IST)

    কাকদ্বীপে সাতটি ইলেকট্রিক পোস্ট পড়ে গিয়েছে

    • বিভিন্ন জেলায় তৈরি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরুপ বিশ্বাস। কাকদ্বীপে সাতটি ইলেকট্রিক পোস্ট পড়ে গিয়েছে।
    •  

      কলকাতার বিভিন্ন জায়াগায় জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অরুপ বিশ্বাস।

  • 24 Oct 2024 09:11 PM (IST)

    হঠাৎ উল্টোদিকে বইছে বাতাস, উড়ছে কিছু সাদা সাদা পাখি

    • বৃহস্পতিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠিক সেভাবেই বদলে গেল পারাদ্বীপের ছবিটা। রাত ৯টার আপডেট বলছে, পারাদ্বীপ থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছেন সাইক্লোন ‘দানা’।
    • ধুলো-বালি, পড়ে থাকা হালকা জিনিস, সবই টেনে নিচ্ছে সমুদ্র। সমুদ্রের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণি আর সেই ঘূর্ণি টেনে নিচ্ছে সমস্ত কিছু।
    • নিস্তব্ধ সমুদ্র সৈকত। হঠাৎ করেই সামুদ্রিক পাখি দেখা যাচ্ছে আকাশে। সৈকতে গিয়ে বসেছে কিছু সাদা পাখী। স্থানীয়দের দাবি, ঝড়ের পাখি এগুলো।
    situation in paradwip before cyclone dana landfall , some white birds are there

    উল্টোদিকে উড়ছে বালি

  • 24 Oct 2024 07:29 PM (IST)

    ঠিক এক বছর আগে এই রাতেই এসেছিল ‘হামুন’

  • 24 Oct 2024 07:27 PM (IST)

    ঝড়ের কাউন্টডাউন শুরু, শুনশান শিয়ালদহ স্টেশন

    • ট্রেন চলাচল প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনে।
    • অফিস টাইমে সম্পূর্ণ শুনশান শিয়ালদহ দক্ষিণ শাখা। ফাঁকা প্ল্যাটফর্ম।
    • রাত আটটার পর শিয়ালদহ হাসনাবাদ ও দক্ষিণ শাখায় সব লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
    • রাত আটটার পর থেকে যারা লোকাল ট্রেনে যেতে পারবেন না তাদের সুবিধার্থে রাজ্য পরিবহন দপ্তর বিশেষ সার্ভিস চালু করল শিয়ালদহ স্টেশন থেকে।
    • মোট ২০টি বাস এজন্য প্রস্তুত রাখা হয়েছে শিয়ালদহ স্টেশনের বাইরে। হাওড়া স্টেশন থেকেও এই ধরনে পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

    ফাঁকা শিয়ালদহ স্টেশন

  • 24 Oct 2024 06:21 PM (IST)

    গিলে খাচ্ছে সমুদ্র, সাগরদ্বীপ নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী

    • সাগরদ্বীপের বাঁধগুলির সামগ্রিক অবস্থা নিয়ে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উদ্বেগ প্রকাশ করেছেন।
    • মন্ত্রীর গলায় উদ্বেগ প্রকাশ পাচ্ছে। সাগরদ্বীপের আয়তন কমছে। যে ভাবে ভাঙন গিলে খাচ্ছে তাতে চিন্তা বাড়ছে ক্রমশ।
    • ঝড় ভালভাবে শুরুর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই পাড় ভাঙতে শুরু করেছে।
    • নবনির্মিত বাঁধানো পাড়ও ভেঙে পড়েছে এদিন। কপিল মুনির আশ্রমের সামনেই ভাঙছে পাড়।
  • 24 Oct 2024 06:18 PM (IST)

    ঠিক কত দূরে সাইক্লোন ‘দানা’

    • সন্ধ্যা ৬টার আপডেট অনুযায়ী, পারাদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দূরে, ধামরা থেকে ১৮০ কিলোমিটার দূরে ও সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়।
    • উত্তর পশ্চিম বঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্ণায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার, সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
    • মধ্যরাত থেকে সকালের মধ্যে হবে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘন্টা। ল্যান্ডফলের স্থান ভিতর কনিকা ও ধামারাতে। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত।
  • 24 Oct 2024 06:13 PM (IST)

    কলকাতা বিমানবন্দর থেকে উড়ল এদিনের শেষ বিমান, ফ্লাইট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই

    • আজ থেকে আগামিকাল সকাল ন’টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ৩০৯ খানা বিমান বাতিল করা হল।
    • কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার অন্তিম উড়ান ইউকে ৭৭৪ মুম্বইয়ের উদ্দেশে রওনা হয় বিকেল ৫টা ৩১ মিনিটে।
    • ইম্ফল থেকে কলকাতা হয়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ১০ জনের। কলকাতা বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন তাঁদের ট্রানজিট করে দিল্লি যাওয়ার বিমান বাতিল করা হয়েছে। কিন্তু কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা।
    • বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এক ব্যক্তি এসেছিলেন কলকাতায়। আজ রাতে বিমানে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে গিয়ে জানতে পারেন যে ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত বিমান বাতিল করা হয়েছে। ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত। পুনরায় তাঁকে ফিরে যেতে হয়েছে হোটেলে।
  • 24 Oct 2024 05:27 PM (IST)

    ঝড়ের আগেই ভাঙছে বাঁধ, কী অবস্থা সাগরদ্বীপে

  • 24 Oct 2024 05:24 PM (IST)

    বেঁধে ফেলা হল ট্রলি, সর্বোতভাবে প্রস্তুত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর

    • ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সর্বোতভাবে প্রস্তুত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর।
    • দুর্গাপূজায় ব্যবহার আলোর সাজসজ্জা খুলে ফেলা হল।
    • বিমানবন্দরে যাত্রীদের মালপত্র বহনকারী ট্রলিগুলো একটি নির্দিষ্ট স্থানে রেখে বেঁধে ফেলা হল।
    • ডিপারচার গেটের সামনে বালির বস্তা নিয়ে আসা হল সেই গেটগুলোকে আটকানোর জন্য।
    • কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান চলাচল সন্ধে ছটার পর থেকে প্রবেশ করা ও বেরনোও বন্ধ হয়ে যাবে।
  • 24 Oct 2024 04:27 PM (IST)

    সাংবাদিক বৈঠক করলেন মমতা

    • আজ রাতে নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী। মনিটারিং করবেন ঝড়ের পরিস্থিতি। উদ্ধারকারী দল কাজ করবে রাতভর।
    • মমতা বলেন, ‘ল্যান্ডফল না হওয়া পর্যন্ত আমি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব নজর রাখবেন।’
    • ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে।
    • মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কেউ প্যানিক করবেন না। সতর্ক থাকবেন। এটা মানুষের জীবন বাঁচানোর লড়াই।’
    • ডিভিসি-কে তোপ দেগে মমতা বলেন, ‘আবার ২৪ হাজার কিউসেক জল ছেড়েছে। এর থেকে ডিভিসি যদি খননটা ঠিক মতো করে, তাহলে আরও বেশি জল ধরে রাখতে পারে।’
  • 24 Oct 2024 03:00 PM (IST)

    প্রশাসন থেকে উঠেছে ভরসা! ঝড়ের আগে মহিলারাই সারাচ্ছেন বাঁধ

    1. আর কিছুক্ষণ। তারপরই আছড়ে পড়বে দানা। কী হবে পরিস্থিতি তা ভেবেই কার্যত শিউড়ে উঠছেন উপকূলের বাসিন্দারা।
    2. ক্ষয়ক্ষতির বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষি ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। নদীগুলি ফুঁসছে সেখানে। বেড়েছে স্রোত। বইছে দমকা বাতাস।
    3. এর মধ্যে জল বাড়লে যদি সব ভাসিয়ে নেয় তাই আগেভাগেই বাঁধ মেরামতিতে হাত লাগাচ্ছেন গ্রামের মহিলারা।
  • 24 Oct 2024 02:50 PM (IST)

    কতটা ক্ষতি, কী জানাল আলিপুর?

    • আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
    • কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা- ক্ষতির মুখে পড়তে পারে সব জায়গাই। ছোট গাছ বা সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলেও জানানো হয়েছে।
    • শহরাঞ্চলে নীচু এলাকায় জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে। ট্রাফিকের অবস্থা খারাপ হতে পারে বলেও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

    বিস্তারিত পড়ুন: লোডশেডিং, যানজট, জমা জল- কোন পরিস্থিতি নিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর

  • 24 Oct 2024 02:20 PM (IST)

    ক্লান্তি নেই কান্তির! দানা ঝাপটানোর আগেই হাজির সুন্দরবনে

    1. সুন্দরবনের মানুষজন কী যেন বলেন? ‘ঝড়ের আগে কান্তি আসে…’ এবারও কিন্তু তার অন্যথা হল। ঠিক পৌঁছে গেলেন সেখানে।
    2. ওড়িশার ধামরায় বৃহস্পতিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। তবে তার প্রভাবে অশান্ত থাকবে উপকূলের দুই জেলা।
    3. পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। তবে সেখানে নদী-সমুদ্র ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করলেও ঝড় সেভাবে এখন হচ্ছে না।
    4. আর দানা হানা দেওয়ার আগেই মুহূর্তেই এসে হাজির সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

    কান্তি গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী

  • 24 Oct 2024 02:14 PM (IST)

    কোথায় আছে এখন দানা?

    1. শেষ পাওয়া আপডেট বলছে পারাদ্বীপ থেকে ১৮০ কিমি দূরে দানা
    2. ধামরা থেকে ২১০ কিমি দূরে রয়েছে
    3. সাগর দ্বীপ ২৭০ কিমি দূরে অবস্থান করছে
  • 24 Oct 2024 01:35 PM (IST)

    দানার ল্যান্ডফল ক’টার সময়?

    1. পূর্বাভাস ছিল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এর ল্যান্ডফল
    2. যেহেতু এই ঘূর্ণিঝড়ের মেঘ উপকূলে ঢুকেছে। তাই ওড়িশায় ল্যান্ডফল হলেও বাংলায়ও একটা প্রভাব পড়বে

  • 24 Oct 2024 01:30 PM (IST)

    কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই ঝড়

    1. লকাতা ও তার লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া-হুগলি, উত্তর ২৪ পরগনা সেখানে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
    2. এরপর ধীরে-ধীরে ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে।
    3. আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “অতিভারী বৃষ্টি হতে পারে এক দুজায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে। সেগুলি হল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া। এই পরিস্থিতি আজ ও কাল দুদিনই বজায় থাকবে।”
  • 24 Oct 2024 01:28 PM (IST)

    বিপদ থোরাই কেয়ার? সমুদ্রের পাড়ে বসেই দিঘায় সেলফি তোলার হিড়িক…

    বুধবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে শুরু হয়েছে। একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে বইতে শুরু করেছে হাওয়া। বিপদের ঝুঁকি জেনেও দিঘায় রয়ে গিয়েছেন বহু পর্যটক।

  • 24 Oct 2024 11:32 AM (IST)

    সমুদ্রের পাড় থেকে এখনও সরানো যাচ্ছে না দিঘার একাংশ পর্যটককে

    এখনও দিঘায় পর্যটকরা

    1. বারবার প্রশাসন সতর্ক করছে। এমনকী পর্যটকদের বুধবার দুপুরের মধ্যেও হোটেল খালির নির্দেশ দিয়েছে। বাঁশ দিয়ে সমুদ্রের পাড় যতদূর ঘেরা যায় ঘিরে দেওয়া হয়েছে।
    2. তারপরও হুঁশ ফিরছে না একাংশ পর্যটকের। সেই উত্তাল সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছবি-সেলফি তুলতে ব্যস্ত। কেউ বা মত্ত গল্পে।
    3. আজও দিঘায় সকাল থেকে সমুদ্রের পাড়ে বেশ কয়েকজন পর্যটকের আনাগোনা লক্ষ করা গিয়েছে। বিপদের ঝুঁকি জেনেও থেকে গিয়েছেন তাঁরা।
    4. লাগাতার সমুদ্রে পাড়ে গিয়েও ছবি তুলছেন।

    বিস্তারিত পড়ুন: Digha: ‘এতদূর থেকে এসেছি একটু দেখব না?’, সমুদ্রের পাড় থেকে এখনও সরানো যাচ্ছে দিঘার একাংশ পর্যটককে

  • 24 Oct 2024 10:43 AM (IST)

    ‘পাগল-পাগল’ অবস্থা মাতলার, ভয়ে ত্রস্ত সুন্দরবন

    নদী না সমুদ্র বোঝা দায়

    1. আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। দানার প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলি।
    2. সেই মতো বুধবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে বইতে শুরু করেছে হাওয়া।
    3. স্রোত বাড়ছে নদীগুলিতে। প্রবল বৃষ্টিতে কার্যত পাগল-পাগল অবস্থা মাতলার। কুলতলির কৈখালীতে প্রবল ঝড়-বৃষ্টি।

    বিস্তারিত পড়ুন: প্রবল বৃষ্টিতে সঙ্গে হাওয়া, ‘পাগল-পাগল’ অবস্থা মাতলার, ভয়ে ত্রস্ত সুন্দরবন

  • 24 Oct 2024 10:22 AM (IST)

    দানা-কে দেখুন ভিডিয়োয়…

    দানার প্রভাবে বৃষ্টি শুরু। সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে দানার অবস্থান। আজ রাতে ওড়িশা উপকূলে ল্যান্ডফল।

  • 24 Oct 2024 10:14 AM (IST)

    ধামরায় তুমুল বৃ্ষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

    • বাংলা-ওড়িশা উপকূলের উপর দিয়েই যাবে ‘দানা’। ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি  ঘূর্ণিঝড়ের ল্য়ান্ডফল হতে পারে।
    • ঘূর্ণিঝড় আসার আগেই, বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে ধামরায়। আজ সকাল থেকেই বাড়ছে সেই বৃষ্টির দাপট। সঙ্গে ঝোড়ো হাওয়া।
    • ক্রমশ বাতাসের গতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে।
    • ইতিমধ্যেই শুনশান এলাকা। খালি করা হয়েছে নীচু জায়গা। স্থানীয় বাসিন্দাদের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
    •  ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার।
    • ২৪ ঘণ্টা কাজ করছেন শীর্ষ আধিকারিকরা। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফের দল।
  • 24 Oct 2024 10:01 AM (IST)

    কলকাতায় কখন উঠবে তুমুল ঝড়?

    কলকাতায় ঘূর্ণিঝড় আপডেট

    বুধে জন্ম নেওয়ার পরই ক্রমগত শক্তি বাড়িয়েছে দানা। তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। তার প্রভাবে সকাল থেকেই মুখ ভার আকাশের। বৃষ্টি হয়েই যাচ্ছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার সারদিনই বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর ও শহরতলী। শুধু তাই নয়,আজ বইবে ঝোড়ো বাতাসও।

    বিস্তারিত পড়ুন:Kolkata Cyclone Latest Update: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতায়, কখন উঠবে তুমুল ঝড়?

  • 24 Oct 2024 09:05 AM (IST)

    সামশেরগঞ্জ থেকে নৌকা ডুবির খবর

    1. ঘূর্ণিঝড় দানা নিয়ে আগাম সতর্কতা আগেই ছিল।
    2. তবে তার মধ্যেও নদীতে চলছিল নৌকো।
    3. আর এর জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একাধিক জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।
    4. প্রশাসন সূত্রে খবর, সেই ঘটনায় প্রায় সাতজন নিখোঁজ ছিল।
    5. যদিও পরে চারজন সাঁতার কেটে চলে আসে। বাকি তিনজনের খোঁজ মেলেনি।

    মুর্শিদাবাদে নৌকাডুবি

    বিস্তারিত পড়ুন: উত্তাল নদীতে ডিঙি নৌকা নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে , মুহূর্তেই ‘গিলে খেল’ গঙ্গা

  • 24 Oct 2024 08:28 AM (IST)

    এখন কোথায় দানা?

    1. দানা’ আসছে, দুর্যোগও আসছে
    2. ওড়িশা-বাংলা উপকূলে ঘূর্ণিঝড়ের লাল সতর্কতা জারি
    3. শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত ‘দানা’
    4. আজ রাতেই ধামরা-ভিতরকণিকার কাছে ল্যান্ডফল
    5. সাগরদ্বীপ থেকে আর ৩৭০ কিমি দূরে ঘূর্ণিঝড়
    6. ধামরা থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৩১০ কিমি
    7. আজ-কাল ভারী থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস
    8. উপকূলে ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

Published On - Oct 24,2024 8:27 AM

Follow Us: