Cyclone Dana Live: ‘দানার’ দূরত্ব মাত্র কলকাতা টু ফারাক্কা! আর কয়েক ঘণ্টায় আছড়ে পড়বে ধামরায়

| Updated on: Oct 24, 2024 | 10:43 AM

Cyclone Dana Live: কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল আটটা না বাজতে বাজতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলের পরিস্থিতি সময় যত বাড়ছে ক্রমেই খারাপ হচ্ছে।নদীগুলিতে বেড়েছে স্রোত। আজ সারাদিন এই বঙ্গের কী পরিস্থিতি থাকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে তার সমস্ত লাইভ আপডেট দেখুন সরাসরি....  

Cyclone Dana Live: 'দানার' দূরত্ব মাত্র কলকাতা টু ফারাক্কা! আর কয়েক ঘণ্টায় আছড়ে পড়বে ধামরায়
আবহাওয়ার আপডেটImage Credit source: Pixabay

LIVE NEWS & UPDATES

  • 24 Oct 2024 10:43 AM (IST)

    ‘পাগল-পাগল’ অবস্থা মাতলার, ভয়ে ত্রস্ত সুন্দরবন

    নদী না সমুদ্র বোঝা দায়

    1. আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। দানার প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলি।
    2. সেই মতো বুধবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সঙ্গে বইতে শুরু করেছে হাওয়া।
    3. স্রোত বাড়ছে নদীগুলিতে। প্রবল বৃষ্টিতে কার্যত পাগল-পাগল অবস্থা মাতলার। কুলতলির কৈখালীতে প্রবল ঝড়-বৃষ্টি।

    বিস্তারিত পড়ুন: প্রবল বৃষ্টিতে সঙ্গে হাওয়া, ‘পাগল-পাগল’ অবস্থা মাতলার, ভয়ে ত্রস্ত সুন্দরবন

  • 24 Oct 2024 10:22 AM (IST)

    দানা-কে দেখুন ভিডিয়োয়…

    দানার প্রভাবে বৃষ্টি শুরু। সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে দানার অবস্থান। আজ রাতে ওড়িশা উপকূলে ল্যান্ডফল।

  • 24 Oct 2024 10:14 AM (IST)

    ধামরায় তুমুল বৃ্ষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

    • বাংলা-ওড়িশা উপকূলের উপর দিয়েই যাবে ‘দানা’। ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি  ঘূর্ণিঝড়ের ল্য়ান্ডফল হতে পারে।
    • ঘূর্ণিঝড় আসার আগেই, বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে ধামরায়। আজ সকাল থেকেই বাড়ছে সেই বৃষ্টির দাপট। সঙ্গে ঝোড়ো হাওয়া।
    • ক্রমশ বাতাসের গতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে।
    • ইতিমধ্যেই শুনশান এলাকা। খালি করা হয়েছে নীচু জায়গা। স্থানীয় বাসিন্দাদের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
    •  ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার।
    • ২৪ ঘণ্টা কাজ করছেন শীর্ষ আধিকারিকরা। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফের দল।
  • 24 Oct 2024 10:01 AM (IST)

    কলকাতায় কখন উঠবে তুমুল ঝড়?

    কলকাতায় ঘূর্ণিঝড় আপডেট

    বুধে জন্ম নেওয়ার পরই ক্রমগত শক্তি বাড়িয়েছে দানা। তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। তার প্রভাবে সকাল থেকেই মুখ ভার আকাশের। বৃষ্টি হয়েই যাচ্ছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার সারদিনই বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর ও শহরতলী। শুধু তাই নয়,আজ বইবে ঝোড়ো বাতাসও।

    বিস্তারিত পড়ুন:Kolkata Cyclone Latest Update: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতায়, কখন উঠবে তুমুল ঝড়?

  • 24 Oct 2024 09:05 AM (IST)

    সামশেরগঞ্জ থেকে নৌকা ডুবির খবর

    1. ঘূর্ণিঝড় দানা নিয়ে আগাম সতর্কতা আগেই ছিল।
    2. তবে তার মধ্যেও নদীতে চলছিল নৌকো।
    3. আর এর জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একাধিক জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।
    4. প্রশাসন সূত্রে খবর, সেই ঘটনায় প্রায় সাতজন নিখোঁজ ছিল।
    5. যদিও পরে চারজন সাঁতার কেটে চলে আসে। বাকি তিনজনের খোঁজ মেলেনি।

    মুর্শিদাবাদে নৌকাডুবি

    বিস্তারিত পড়ুন: উত্তাল নদীতে ডিঙি নৌকা নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে , মুহূর্তেই ‘গিলে খেল’ গঙ্গা

  • 24 Oct 2024 08:28 AM (IST)

    এখন কোথায় দানা?

    1. দানা’ আসছে, দুর্যোগও আসছে
    2. ওড়িশা-বাংলা উপকূলে ঘূর্ণিঝড়ের লাল সতর্কতা জারি
    3. শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত ‘দানা’
    4. আজ রাতেই ধামরা-ভিতরকণিকার কাছে ল্যান্ডফল
    5. সাগরদ্বীপ থেকে আর ৩৭০ কিমি দূরে ঘূর্ণিঝড়
    6. ধামরা থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৩১০ কিমি
    7. আজ-কাল ভারী থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস
    8. উপকূলে ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

বুধবারই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা। তারপর ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। আর দানার প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল আটটা না বাজতে বাজতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলের পরিস্থিতি সময় যত বাড়ছে ক্রমেই খারাপ হচ্ছে।নদীগুলিতে বেড়েছে স্রোত। আজ সারাদিন এই বঙ্গের কী পরিস্থিতি থাকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে তার সমস্ত লাইভ আপডেট দেখুন সরাসরি….

Published On - Oct 24,2024 8:27 AM

Follow Us: