Firhad Hakim: ‘কণ্ঠ আমার রুদ্ধ আজি…’, রবি ঠাকুরের বুলি আওড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে ফিরহাদ তৈরি করলেন বড় জল্পনা
Firhad Hakim: প্রসঙ্গত, প্রতি শুক্রবারই 'টক টু মেয়র' অনুষ্ঠান হয় কলকাতা পুরসভায়। সেখানে সাধারণ নাগরিকরা তাঁকে ফোন করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন।
কলকাতা: ‘অনলি কর্পোরেশন’। মেয়র ফিরহাদ হাকিমের মুখে এই শব্দবন্ধ শুনে স্তম্ভিত হয়েছিলেন সাংবাদিকরা। তবে কি দলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁর কাছে কোনও বার্তা এসেছে? সে প্রশ্ন করতেই সাংবাদিকদের থামাতে ফিরহাদ আওড়ালেন রবীন্দ্রনাথের বাণী। বললেন, “কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…।” তবে কি যা অনুমান করা হচ্ছে, সেটাই সঠিক। রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন তবে কি দলের তরফে ফিরহাদের জন্য কোনও কঠিন বার্তা এসেছে? দলে কি কোণঠাসা হচ্ছেন ফিরহাদ? প্রশ্নটা করা হয়নি ফিরহাদকে (Firhad Hakim)। তার আগেই মেয়র দিয়েছেন রবীন্দ্রনাথের উচ্চারিত বাণীর নেপথ্যে লুকনো কারণ। তিনি বলেছেন, “দলের একটা শৃঙ্খলা আছে। মিডিয়ায় অন্যান্য বিষয় নিয়ে বলার জন্য মুখপাত্ররা আছেন। আমরা বলব কেন?”
প্রসঙ্গত, প্রতি শুক্রবারই ‘টক টু মেয়র’ অনুষ্ঠান হয় কলকাতা পুরসভায়। সেখানে সাধারণ নাগরিকরা তাঁকে ফোন করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন। তাঁদের মনের সংশয় মেটান ফিরহাদ। বিভিন্ন অভাব অভিযোগ শোনেন। সেগুলি সমাধানেরও আশ্বাস দেন। এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। এই বাজেট অধিবেশনের জন্য শুক্রবার টক টু মেয়র হয়নি। পরিবর্তে শনিবার হয়। সাংবাদিকরা ফিরহাদ হাকিমকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করেন। নানা বিষয়ের প্রশ্ন শেষ হওয়ার আগেই ফিরহাদ সাংবাদিকদের থামিয়ে বলেন, ‘অনলি কর্পোরেশন’। স্পষ্টই বলে দেন, পুরসভা সংক্রান্ত বিষয় ছাড়া তিনি আর কোনও প্রশ্নের উত্তর দেবেন না।
সাংবাদিকরা দ্বিতীয়বার প্রশ্ন করার আগেই ফিরহাদ বলেন, “কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…।” ফিরহাদের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা মহার্ঘ ভাতা ও পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে ফিরহাদ হাকিমের বক্তব্যে দলকে নতুন করে অস্বস্তিতে পড়তে হয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, “এই পার্থ দাকে আমি চিনি না…।”
সূত্রের খবর ফিরহাদের বক্তব্যে বিরক্ত শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি কালীঘাটে দলের শীর্ষ নেতাদের নিয়ে মেগা বৈঠক করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে ফিরহাদকে সতর্ক করে দিয়েছেন বলে সূত্রের খবর। তাতেই কি মেয়রের গলায় অভিমানের সুর? প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে।