বাজারঘুরেরা বলছেন, এদিকে, জ্বালানির দাম বেড়েছে, তার ওপর ট্রেন বন্ধ। তাতেই সবজির দাম আরও অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। সাধারণত কলকাতায় দুই ২৪ পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ থেকে প্রচুর সবজি আসে। হলদিবাড়ি থেকেও আসে সবজি। কিন্তু ট্রেন বন্ধ থাকায় সবজি যোগান কম হচ্ছে। জেলার মাণ্ডি থেকে গাড়ি করে সবজি আনা হচ্ছে। তাই আকাশছোঁয়া দাম। থলে তো ভরছেই না, অর্ধেক থলে হাতে ফাঁকা পকেটে বাড়ি ফিরতে হচ্ছে মধ্যবিত্তদের।