Kolkata: বালিগঞ্জে বুথের ভিতরই তিন পুরুষ এজেন্টের ‘হেনস্থার শিকার’ সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশেনারা
Kolkata Dakshin: বালিগঞ্জ সার্কুলার রোডের মর্ডান হাইস্কুলের ঘটনা। অভিযোগ, রোশেনারাকে অন্যদলের তিন জন পুরুষ পোলিং এজেন্ট ক্রমাগত হেনস্থা করতে থাকেন। শেষে বাধ্য হয়ে মাটিতে বসে পড়েন তিনি। কিন্তু বুথের বাইরে যাননি। এরপর সাংবাদিকদের ভিতরে প্রবেশে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে পুলিশ আধিকারিকরা।
কলকাতা: বারবার দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিম অভিযোগ করছিলেন সিপিএম-কে মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে। বসতে দেওয়া হয়নি। ফের আরও একবার সেই চিত্র ধরা পড়ল। বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশেনারা মিশ্রকে বুথে ভিতরই হেনস্থার অভিযোগ।
বালিগঞ্জ সার্কুলার রোডের মর্ডান হাইস্কুলের ঘটনা। অভিযোগ, রোশেনারাকে অন্যদলের তিন জন পুরুষ পোলিং এজেন্ট ক্রমাগত হেনস্থা করতে থাকেন। শেষে বাধ্য হয়ে মাটিতে বসে পড়েন তিনি। কিন্তু বুথের বাইরে যাননি। এরপর সাংবাদিকদের ভিতরে প্রবেশে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে পুলিশ আধিকারিকরা। বাকি তিনজন এজেন্টের দাবি, সিপিএম নেত্রী রোশেনারা মদ খেয়ে নাকি বুথে প্রবেশ করেছেন। অথচ এই বিষয়টি পরীক্ষা করার কাজ যাঁর, সেই প্রিসাইডিং অফিসার চুপচাপ বসে বুথের ভিতরে।
রোশেনারা বলেন, “আমায় হুমকি দিচ্ছে। বসতে দিচ্ছে না। আপনারা দেখুন।” ঘটনাস্থলে পৌঁছন সায়রা হালিম। তিনি বলেন, “আমি বারবার অভিযোগ করছিলাম আমার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। দেখুন সেই ছবি…।”