কোভিড পরিকাঠামোর কার্যকারিতা বুঝতে উদ্যোগ, নোবেলজয়ীর তত্ত্বাবধানে বঙ্গে নয়া প্রকল্প
COVID Third Wave: রাজ্য সরকারের সঙ্গে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়ন্সের যৌথ উদ্যোগে এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন নোবেলজয়ী বাঙালি।
কলকাতা: তৃতীয় ঢেউয়ের (COVID Third Wave) আগে রাজ্যে কোভিড কাঠামোর কার্যকারিতা বুঝতে নতুন গবেষণা প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রকল্পের অভিভাবকত্ব করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের সঙ্গে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়ন্সের যৌথ উদ্যোগে এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন নোবেলজয়ী বাঙালি। ইতিমধ্যেই অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সরকারি চিকিত্সকরা। ছিলেন সরকারি চিকিত্সক অভিজিত্ চৌধুূূরী ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় যে সব পরিকাঠামো গড়া হয়েছিল, তার কার্যকারিতা বিশ্লেষণ করে দেখা হবে। টেলি মেডিসিন, সেফ হোম-সহ নানান যে পরিষেবাগুলো চালু হয়েছে, কোভিড হাসপাতালগুলি পর্যবেক্ষণ করে দেখা হবে। অনেকক্ষেত্রেই অভিযোগ উঠছে, সেফ হোমগুলি খালি পড়ে রয়েছে, কোভিড হাসপাতালেও রোগীরা আসছেন না। কেন আসছেন না, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মী, যেমন আশাকর্মী, অনান্য স্বাস্থ্য কর্মীদের ফোনে মেসেজ যাবে। তাঁরা কোন মেসেজের রিপ্লাই করছেন, কেন রিপ্লাই করছেন, কীভাবে পরিষেবাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে প্রকল্পের কাজ।
করোনার দ্বিতীয় ঢেউ চলছে রাজ্যে। এবং তৃতীয় ঢেউ কবে আসছে তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মত দিয়েছেন। তবে সেই তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি কচিকাঁচারা যে সংক্রমিত হবে তা নিয়ে প্রায় সবাই একমত। তাই তার থেকে বাঁচতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হয় একাধিক বৈঠকে। আরও পড়ুন: ‘সাজানো ঘটনা’! ত্রিপুরায় যা হয়েছে সবই ‘নাটক’ বললেন দিলীপ ঘোষ