Christmas Eve on Parkstreet: বড়দিনের সাজে সেজে উঠছে তিলোত্তমা, লাল-সাদা টুপির ভিড়ে জমজমাট পার্কস্ট্রিট

Christmas Eve on Parkstreet: ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ পার্কস্ট্রিট চত্বর। গোটা পার্কস্ট্রিটকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে পুলিশের তরফে।

| Edited By: | Updated on: Dec 24, 2022 | 8:17 PM
রাত পোহালেই বড়দিনের (Chiristmas 2022) উৎসবে মেতে উঠতে চলেছে গোটা বাংলা। সাজ সাজ রব গোটা কলকাতাজুড়ে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা তিলোত্তমা। সেজে উঠেছে পার্কস্ট্রিট (Christmas Eve on Parkstreet)।

রাত পোহালেই বড়দিনের (Chiristmas 2022) উৎসবে মেতে উঠতে চলেছে গোটা বাংলা। সাজ সাজ রব গোটা কলকাতাজুড়ে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা তিলোত্তমা। সেজে উঠেছে পার্কস্ট্রিট (Christmas Eve on Parkstreet)।

1 / 5
শনিবারের বিকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পার্কস্ট্রিটে। বড়দিনের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সকলেই। আলোর রোশনাইয়ের সঙ্গে লাল-সাদা টুপির ভিড়ে জমজমাট গোটা এলাকা

শনিবারের বিকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পার্কস্ট্রিটে। বড়দিনের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সকলেই। আলোর রোশনাইয়ের সঙ্গে লাল-সাদা টুপির ভিড়ে জমজমাট গোটা এলাকা

2 / 5
এদিকে বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পার্কস্ট্রিটে। পার্কস্ট্রিট সংলগ্ন এলাকাকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে পুলিশের তরফে। প্রতি সেক্টরে থাকছেন দুজন করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। নিরাপত্তার দায়িত্বে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।

এদিকে বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পার্কস্ট্রিটে। পার্কস্ট্রিট সংলগ্ন এলাকাকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে পুলিশের তরফে। প্রতি সেক্টরে থাকছেন দুজন করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। নিরাপত্তার দায়িত্বে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।

3 / 5
২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ পার্কস্ট্রিট চত্বর। রাতভর অতিরিক্ত নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে ৬ জন ডেপুটি পুলিশ কমিশনার ও ৩ জন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার।

২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ পার্কস্ট্রিট চত্বর। রাতভর অতিরিক্ত নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বে ৬ জন ডেপুটি পুলিশ কমিশনার ও ৩ জন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার।

4 / 5
থাকছে দুটি স্পেশ্যাল কুইক রেসপন্স টিম। এছাড়াও থাকছে নয়টি ওয়াচ টাওয়ার। অন্যদিকে বড়দিনের কলকাতায় শহরজুড়ে থাকছে ২০টি সিটি ওয়াচ পেট্রোলিং টিম। থাকছে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র।

থাকছে দুটি স্পেশ্যাল কুইক রেসপন্স টিম। এছাড়াও থাকছে নয়টি ওয়াচ টাওয়ার। অন্যদিকে বড়দিনের কলকাতায় শহরজুড়ে থাকছে ২০টি সিটি ওয়াচ পেট্রোলিং টিম। থাকছে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র।

5 / 5
Follow Us: