Bengal Brand Ambassador: ‘বেচারা শাহরুখ সময় পায় না’, দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মমতার

Bengal Brand Ambassador: ২০২০ সাল থেকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছে শাহরুখ খান। এবার তৃণমূল বিধায়ককেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর।

Bengal Brand Ambassador: 'বেচারা শাহরুখ সময় পায় না', দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মমতার
অলংকরণ- TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 7:57 AM

কলকাতা : এবার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দেব! নবান্নের বৈঠকে সর্বসমক্ষে তেমনই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২০ সালে বলিউড তারকা শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার দেবকে প্রস্তাব দিলেও মমতা উল্লেখ করেছেন, শাহরুখ যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন, তেমনই থাকবেন। তবে পর্যটন দফতরকে উদ্যোগ নিয়ে একটি ভিডিয়ো তৈরি করার কথাও এদিন বলেছেন মমতা, যাতে দেখা যাবে দেবকে।

এদিন নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে এদিন মূলত আলোচনা হয়। বৈঠক যখন প্রায় শেষ, নির্দিষ্ট আসনে বসে থাকা দেবকে হঠাৎই মমতা বলেন, ‘তোমার কিছু বলার আছে?’ মুখ্যমন্ত্রীর প্রশ্নে নিরুত্তর থাকেন দেব। এরপরই মমতা তাঁকে বলেন, ‘তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাও না।’ আচমকা এমন প্রস্তাবে হকচকিয়ে যান দেব। তিনি এদিক-ওদিক তাকাতে থাকেন।

ঘাটালের সাংসদ তথা অভিনেতা উত্তর দেওয়ার আগেই মমতা বলেন, পর্যটন দফতরের কে আছ? তোমরা দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দাও। এরপরই তিনি বলেন, ‘শাহরুখ যেমন আছে থাকবে। একটা ভিডিয়োতেও ও ছিল। কিন্তু শাহরুখ তো ব্যস্ত, সময় পায় না বেচারা।’ তাই এবার পর্যটন নিয়ে দেবকে সামনে রেখে যাতে একটি ভিডিয়ো তৈরি করা যায়, সে কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিয়ো তৈরি করা দায়িত্ব দিয়েছেন পরিচালক গৌতম ঘোষকে। উল্লেখ্য, এর আগে এমন একটি ভিডিয়োতে শাহরুখকে দেখা গিয়েছিল। কলকাতার চলচ্চিত্র উৎসবেও একাধিকবার এসেছেন শাহরুখ।

এদিন শুরু থেকেই সিনেমা শিল্পের অগ্রগতির কথা বারবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝিয়ে দেন, পর্যটন ও সিনেমা কীভাবে জড়িত। বাংলায়  সিনেমা শিল্পে বিনিয়োগ বাড়লে পর্যটনও বাড়বে বলে মনে করেন তিনি।