Mamata Banerjee Oath Ceremony: মমতার শপথ-বিতর্কে এবার টুইট রাজ্যপালের, বোঝালেন সংবিধান
Mamata Banerjee: আগামী ৭ অক্টোবর শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই প্রস্তুতি শুরু বিধানসভায়।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এবার সেই বিতর্ক আরও খানিক উস্কে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। গেজেট বিজ্ঞপ্তির আগেই শপথের আর্জি জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিজ্ঞপ্তির আগেই রাজ্যপালকে চিঠি দেওয়া নিয়ে কটাক্ষ ধনখড়ের। ১ অক্টোবর জগদীপ ধনখড়কে চিঠি দেওয়া হয়েছে। এদিকে গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে সোমবার। গেজেট বিজ্ঞপ্তি দেখেই শপথ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী মন্ত্রী, বিধায়কদের শপথ পড়ানোর সুপ্রিম ক্ষমতা রাজ্যপালের হাতেই। তাই তাঁর সিদ্ধান্তই সর্বোচ্চ।
রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটারে লেখেন, ভোটে জয়ের পর গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার পরইে এই শপথসংক্রান্ত বিষয়ে রাজভবন কিছু বলতে পারে। প্রসঙ্গত, ৪ নভেম্বরের মধ্যে শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে বিধানসভা চাইছে চলতি সপ্তাহের মধ্যেই এই শপথপর্ব সেরে ফেলতে। কিন্তু এই শপথ গ্রহণ নিয়েও সামনে উঠে এল রাজভবন-রাজ্য তরজা।
সংবিধান মোতাবেক, মন্ত্রী, বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। তবে সংবিধানে এও বলা আছে, রাজ্যপাল চাইলে বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ক্ষমতা অন্য কারও হাতে (বিধানসভার অধ্যক্ষের হাতেই মূলত যা দেওয়া হয়) তিনি তুলে দিতে পারেন। সেই মতোই সপ্তদশ বিধানসভার ক্যাবিনেট সদস্যরা যেদিন শপথ নেন, রাজ্যপাল জগদীপ ধনখড় সেই শপথবাক্য পাঠ করান। বাকি বিধায়কদের ক্ষেত্রে বিধানসভায় যেদিন শপথবাক্য পাঠ করানো হয় প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শুধু শপথবাক্য পড়িয়েছিলেন জগদীপ ধনখড়। বাকিদের শপথ পাঠ করান বিমান বন্দ্যোপাধ্যায়।
Raj Bhawan response on the administration of Oath/Affirmation to the Members elected to the WBLA in bye-election from 159-Bhabanipur A/C, and the adjourned poll in 56-Samserganj and 58-Jangipur A/Cs held on 30 September, 2021. Once Gazetted Governor would take call. pic.twitter.com/db2tS4pdbY
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 4, 2021
সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে একটি চিঠি আসে। যেখানে বলা হয়, অধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করানোর যে অধিকার রাজ্যপাল দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। অর্থাৎ এবার থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য রাজ্যপালই পড়াবেন। এরপরই বিধানসভা থেকে আবারও রাজভবনে চিঠি দিয়ে জানানো হয়, যে কোনও রাজনৈতিক দলের যে কোনও প্রতিনিধিই বিধায়ক পদে জিতে শপথ নিতে আসতে পারেন। তাই এই প্রত্যাহার করা ক্ষমতা যেন অধ্যক্ষকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই চিঠির কোনও সদর্থক জবাব এখনও বিধানসভা পায়নি।
পরিষদীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা অনুরোধ করেছি রাজ্যপাল মহোদয়কে। আগামী ৭ তারিখ ১২টার আগে আমরা চাইছি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি শপথবাক্য পাঠ করান। আমরা আশা করছি নোটিফিকেশনটা হয়ে গেল উনি ৭ তারিখ বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই নতুন নির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।”