R G Kar Hospital: উস্কানিমূলক মন্তব্যের জের, চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর

R G Kar Hospital: চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুণ্যব্রত গুণ ও কৌশিক চাকির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

R G Kar Hospital: উস্কানিমূলক মন্তব্যের জের, চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর
চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 1:54 PM

কলকাতা: আরজিকর (R G Kar Hospital) হাসপাতালের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতেই আগেই সচেতকরা এই আশঙ্কা করেছিলেন। ইন্টার্নদের আন্দোলনের অক্সিজেন জোগান বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের। চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুণ্যব্রত গুণ ও কৌশিক চাকির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রবিবার সাধারণ সভায় অক্সিজেন উস্কানিমূলক মন্তব্যের জেরে এই এফআইআর।

আর জি করের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করতে কী কী পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য ভবন যে পদক্ষেপগুলি করতে পারে

অতিমারির সময়ে হবু চিকিৎসকদের কর্মবিরতি বেআইনি, সে কথা জানিয়ে আদালতে যেতে পারে রাজ্য সরকার। এসএসকেএমে নার্সদের আন্দোলন তুলতে এই ভাবে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

PGT-দের ডিউটিতে থাকা নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দিতে পারেন কর্তৃপক্ষ।

ডিউটিতে না থাকলে হতে পারে শো-কজ নোটিস জারি।

ইন্টার্নদের স্থায়ী রেজিস্ট্রেশন পাওয়া নিয়ে সমস্যা তৈরি করতে পারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।

ডিউটিতে অনুপস্থিতি নিয়ে ভিজিল্যান্সের সম্ভাবনা রয়েছে।

ছাত্রদের সভায় উপস্থিত চিকিৎসকদের ভূমিকাও স্বাস্থ্য ভবনের আতস কাচের তলায়।

তবে আন্দোলনের নেপথ্যে আরও একটি বিষয় রয়েছে। শুধুই কি দাবিদাওয়া? নাকি, শাসকদলের দুই নেতার মধ্যে আর জি কর দখলের লড়াই। আর জি করে ছাত্র বিক্ষোভে কি তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েন প্রভাব ফেলছে? সূত্রের খবর, একসময়ে আর জি করের শেষ কথা শান্তনু সেনের আধিপত্যে প্রভাব বিস্তার করছেন সদ্য বেলগাছিয়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসা অতীন ঘোষ। আর তাতেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে হাসপাতালের আনাচেকানাচে।

শান্তনু ঘনিষ্ঠ সদ্য প্রাক্তন ডেপুটি সুপার সুপ্রিয় চৌধুরীর সঙ্গে অধ্যক্ষের ঠান্ডা লড়াইয়ের মাঝেই হাসপাতাল রাজনীতিকে অন্য মাত্রা দিয়েছে হস্টেল কমিটি নিয়ে ছাত্রদের বিক্ষোভ। এই মুহূর্তে যা দুই পক্ষেরই হাতের বাইরে চলে গিয়েছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের বক্তব্য, দু’পক্ষের দড়ি টানাটানির খেলায় আতান্তরে পড়েছেন আন্দোলনকারীরা। দীর্ঘ তিনমাসের আন্দোলনে অনশনকারীরা চিহ্নিত হয়ে গিয়েছেন। অধ্যক্ষ বদল না হলে আগামিদিনে তাঁদের কেরিয়ারে ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। অন্যদিকে, অধ্যক্ষ শাসকদলের সর্বোচ্চ স্তরের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ায় তাঁকেও বদলি করা স্বাস্থ ভবনের পক্ষে সহজ হচ্ছে না। ক্ষমতার অলিন্দের জটিল সমীকরণে দিনের শেষে পিষে মরছেন আম জনতা।

আরও পড়ুন: Gariahat Double Murder: নামী সংস্থার এমডি চেয়েছিলেন পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে, তাতে কার বাধা? গড়িয়াহাট জোড়া খুনে নয়া তথ্য

আরও পড়ুন: Coal Scam: কয়লাকাণ্ডে আবারও তৎপর ইডি, লালার চাপ বাড়িয়ে ওয়ারেন্ট জারি হিসাবরক্ষকের বিরুদ্ধে