Recruitment Scam: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে CBI, জানাল হাইকোর্টে
Recruitment Scam: সিবিআই-এর আইনজীবী ধীরজ ত্রিবেদী উল্লেখ করেন, স্কুল সার্ভিস কমিশনের মামলা থেকে কীভাবে দুর্নীতির অভিযোগ পুরসভা ও রেশন পর্যন্ত যায়। সবটা প্যান্ডোরা বক্সের মতো বলেও মন্তব্য করেন তিনি। সিবিআই জানায়, শেষবার এই মামলায় অ্যাটাচমেন্ট বলতে কিছু ছিল না, কোর্ট বলার পর সে সব হয়।
![Recruitment Scam: 'লিপস অ্যান্ড বাউন্ডস' মামলায় অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে CBI, জানাল হাইকোর্টে Recruitment Scam: 'লিপস অ্যান্ড বাউন্ডস' মামলায় অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে CBI, জানাল হাইকোর্টে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/03/large-image-justice-amrita-sinha.jpg?w=1280)
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম সামনে এসেছে। আগেই। সংস্থার সঙ্গে প্রভাবশালী-যোগ থাকার কথাও প্রকাশ পেয়েছে। আর এবার সামনে আসছে আরও একাধিক নাম। বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা থেকে কী পাওয়া গেল, সেই প্রশ্নও এদিন উঠল হাইকোর্টে।
এই মামলার শেষ শুনানিতে রিপোর্ট দিতে বলা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বুধবার বিচারপতি প্রশ্ন করেন, ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত কোনও মামলা বিচারাধীন কি না। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, প্যানেল প্রকাশের মামলা চলছে, সেটা বিচারাধীন আছে। এতে তদন্তের কোনও সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান ইডির রিপোর্টে কী আছে।
বিচারপতি প্রশ্ন করেন, আপনারা কি টাকার সোর্স পেয়েছেন? উত্তরে সিবিআই বলে, প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। অনেক অ্যাটাচমেন্ট করা হয়েছে, সিবিআই অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে। দ্রুত তদন্ত শেষ হবে কি না, সেটা জানতে চান বিচারপতি।
সিবিআই-এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আরও উল্লেখ করেন, স্কুল সার্ভিস কমিশনের মামলা থেকে কীভাবে দুর্নীতির অভিযোগ পুরসভা ও রেশন পর্যন্ত যায়। সবটা প্যান্ডোরা বক্সের মতো বলেও মন্তব্য করেন তিনি। সিবিআই জানায়, শেষবার এই মামলায় অ্যাটাচমেন্ট বলতে কিছু ছিল না, কোর্ট বলার পর সে সব হয়।
সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল বা কন্ঠস্বরের নমুনার রিপোর্ট কী হল? সেটাও জানতে চান বিচারপতি সিনহা। উত্তরে সিবিআই জানায়, এখনও আসেনি। বিচারপতি বলেন, কত দিন সময় লাগে আসতে? দুমাস পার হয়ে গেল। সিএফএসএল-এর সঙ্গে যোগাযোগ করুন। এগুলো খুব দরকার, যদি কিছু করতে চান। নাহলে স্যাম্পল নিয়ে কী লাভ? পরবর্তী শুনানিতে বিষয়টি জানানো হবে বলে উল্লেখ করেছে সিবিআই।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)