RG Kar: শোভনদেব এসে দেখে যান আমরা কেমন ভাবে আছি: তিলোত্তমার বাবা
RG Kar: বস্তুত, এ দিন তিলোত্তমার মা-বাবার উদ্দেশ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "প্রথম থেকেই নানা সময়ে নানারকম বক্তব্য রাখছেন। তাঁরা নিজেদের মত দিচ্ছেন বলে মনে হয় না। কিছু লোক মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছেন।
কলকাতা: তিলোত্তমার মা-বাবা কলকাতা হাইকোর্টে বলেছিলেন, তাঁরা সঞ্জয় রায়ের ফাঁসি চান না। এই ঘটনার পর থেকেই এক যোগে তাঁদের আক্রমণ শানাচ্ছেন শাসক দলের তাবড়-তাবড় নেতারা। ফিরহাদ হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাদ যাচ্ছেন না কেউই। এবার শোভনদেবের মন্তব্য নিয়ে মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা।
বস্তুত, এ দিন তিলোত্তমার মা-বাবার উদ্দেশ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “প্রথম থেকেই নানা সময়ে নানারকম বক্তব্য রাখছেন। তাঁরা নিজেদের মত দিচ্ছেন বলে মনে হয় না। কিছু লোক মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছেন। ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনও নৈতিকতাই ছিল না। কারণ, সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্রাকটিস করেছে। তাঁদের যাঁরা পরিচালনা করছিল সিপিএম। তাঁদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল।” একই সঙ্গে তাঁর বক্তব্য, “আমার ধারনা এখন পর্যন্ত মা-বাবা সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন। সিপিএম তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য় পূরণ করার জন্য মা-বাবাকে ব্যবহার করছে।”
এরই পাল্টা মন্তব্য করতে গিয়ে তিলোত্তমার বাবা বলেন, “শোভনদেব চট্টোপাধ্যায় নিজে আমাদের বাড়িতে এসেছিলেন। উনি ভাল করে জানবেন আমরা কী ধরনের লোক। আমরা কোনও রাজনীতি চাই না। সহযোগিতা চাই। উনি একজন বর্ষিয়ান নেতা। উনি আমাদের গাইড লাইন দিক। উনি একদিন আমার বাড়ি এসে দেখে যাক আমরা কেমন ভাবে আছি।”