Speaker Biman Banerjee: বিধানসভার বিভিন্ন কমিটিতে বিধায়কদের ‘দায়সারা’ উপস্থিতি, দায়িত্ব স্মরণ করালেন অধ্যক্ষ
Speaker Biman Banerjee: এতদিন পর্যন্ত বেশিরভাগ বৈঠকের ক্ষেত্রে দেখা যেত বিষয় হিসাবে জেনারেল ডিসকাশন লেখা থাকত। তা বদলানোর নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ।
![Speaker Biman Banerjee: বিধানসভার বিভিন্ন কমিটিতে বিধায়কদের 'দায়সারা' উপস্থিতি, দায়িত্ব স্মরণ করালেন অধ্যক্ষ Speaker Biman Banerjee: বিধানসভার বিভিন্ন কমিটিতে বিধায়কদের 'দায়সারা' উপস্থিতি, দায়িত্ব স্মরণ করালেন অধ্যক্ষ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-02-at-11.43.05-PM.jpeg?w=1280)
কলকাতা: বিধানসভায় (Assembly) স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি মিলিয়ে কমিটির সংখ্যা ৪১। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় কমিটিগুলির বৈঠকে। তবে বারেবারে অভিযোগ ওঠে, বৈঠকে শুধু স্বাক্ষর করে ভাতা নেওয়াই লক্ষ্য থাকে অনেক বিধায়কের। এই অবস্থায় কমিটির সদস্যদের আরও একবার তাঁদের দায়িত্ব স্মরণ করালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। একইসঙ্গে তিনি বললেন, “আগে এরকম হলেও এখন সেই প্রবণতা কমেছে”।
কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য এর আগেও সদস্যদের বার্তা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তবে অভিযোগ, তাতেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। কমিটির বৈঠকে সদস্যদের উপস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এই নিয়ে আজ অধ্য়ক্ষ বলেন, “এটা হওয়া বাঞ্ছনীয় নয়। তবে আমার মনে হয়, এটা আগে হত। এখন এটা অনেক কমে গিয়েছে। ইদানিং বৈঠক হচ্ছে। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আসছেন। বৈঠক করছেন। কী নিয়ে বৈঠক হচ্ছে, সেটা আমাকে জানানো হয়।”
স্ট্যান্ডি কমিটির গুরুত্ব উল্লেখ করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ট্যান্ডিং কমিটির গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তা সঠিকভাবে চলছে কি না, তা দেখার দায়িত্ব স্ট্যান্ডিং কমিটির।”
এতদিন পর্যন্ত বেশিরভাগ বৈঠকের ক্ষেত্রে দেখা যেত বিষয় হিসাবে জেনারেল ডিসকাশন লেখা থাকত। তা বদলানোর নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। এখন নির্দিষ্ট বিষয় লিখতে হচ্ছে কমিটির বৈঠকগুলি সম্পর্কে। তিনি জানান, কমিটিতে কী কী আলোচনা হবে এবং কী কী আলোচনা হল, সেটা নিয়ে বিস্তারিত তথ্য নিচ্ছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, “একজন বিধায়কের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে অধ্যক্ষের অনুমোদন দরকার। কিন্তু, আমি সংবাদমাধ্যমে দেখলাম চার্জশিট দেওয়া হয়েছে। আমার কাছে কোনও তথ্য পাঠায়নি। আমার কাছে কোনও আবেদনও করেনি।”
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)