Special Trains for Poush Mela: পৌষমেলায় যাচ্ছেন? ট্রেনের টিকিট পাচ্ছেন না? সুখবর দিচ্ছে রেল
Special Trains for Poush Mela: হাওড়া-রামপুরহাট ভায়া ব্যান্ডেলগামী স্পেশ্যাল আপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। রামপুরহাটে ঢুকবে ১১টা ১০ মিনিটে। ডাউন এক্সপ্রেসটি আবার রামপুরহাট থেকে ছাড়বে বিকাল ৩টেয়। হাওড়ায় আসবে সন্ধ্যা ৭টায়।
কলকাতা: হাতে আর মাত্র ক’টা দিন। নানা বিতর্ক, নানা চাপানউতোর, নানা জট কাটিয়ে শেষ পর্যন্ত শুরু হতে চলেছে শান্তিনিকেতনের বহু প্রতীক্ষিত পৌষমেলা (Poush Mela at Shantiniketan)। মেলা আগত মানুষের ভিড় সামাল দিতে এবার বড় উদ্যোগ পূর্ব রেলের। চলবে স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেন। হাওড়া-রামপুরহাট ভায়া ব্যান্ডেলগামী এই স্পেশ্যাল ট্রেনগুলি চলবে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর। এদিনই বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে রেলের তরফে। যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
হাওড়া-রামপুরহাট ভায়া ব্যান্ডেলগামী স্পেশ্যাল আপ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। রামপুরহাটে ঢুকবে ১১টা ১০ মিনিটে। ডাউন এক্সপ্রেসটি আবার রামপুরহাট থেকে ছাড়বে বিকাল ৩টেয়। হাওড়ায় আসবে সন্ধ্যা ৭টায়। ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর, তিনদিন একই সময়ে চলবে আপ-ডাউনের ট্রেন।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ট্রেনগুলি ব্যান্ডেলের পর বর্ধমান, গুশকারা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর ও সাঁইথিয়া স্টেশনে থামবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, স্পেশ্যাল ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাসের আসন পাওয়া যাবে। টিকিটের দামও নাগালের মধ্যেই। পৌষমেলায় যাঁরা যাবেন তাঁরা এই রেলের এউই উদ্যোগে উপকৃত হবেন বলে আমরা মনে করছি। রেলের এই নয়া ট্রেনের ঘোষণায় খুশির হাওয়া আম-আদমিদের মধ্যেও।