Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: দুই মাসের মধ্যে বাদ ১ কোটি জব কার্ড হোল্ডারের নাম! এক ‘ভূতুড়ে গল্প’ শোনালেন শুভেন্দু

Suvendu Adhikari: কেন এইটুকু সময়ের মধ্যে ১ কোটি জব কার্ড হোল্ডারের সংখ্যা কমে গেল? তা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: দুই মাসের মধ্যে বাদ ১ কোটি জব কার্ড হোল্ডারের নাম! এক 'ভূতুড়ে গল্প' শোনালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 7:44 PM

কলকাতা: বিজেপির (Bengal BJP) ধরনা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত রণংদেহি মেজাজে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের বিভিন্ন কাজের ইস্যুতে আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতাকে। প্রশ্ন তুলেছিলেন ভুয়ো জব কার্ড (Fake Job Card) নিয়েও। এবার শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ ভুয়ো জব কার্ড ইস্যুতে আরও বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে দেখালেন, কীভাবে দুই মাসের মধ্যে জব কার্ড হোল্ডারের সংখ্যা কমে গিয়েছে। শুভেন্দু অধিকারীর হিসেব অনুযায়ী, ‘২০২২ সালের ডিসেম্বরে রাজ্যে জব কার্ড হোল্ডার ছিলেন ৩ কোটি ৬০ লাখ। আর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সেই সংখ্যা কমে হয়ে গিয়েছে ২ কোটি ৬০ লাখ।’ কেন এইটুকু সময়ের মধ্যে ১ কোটি জব কার্ড হোল্ডারের সংখ্যা কমে গেল? তা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা।

এরপর নিজেই সেই জব কার্ড হোল্ডারের সংখ্যা এক ধাক্কায় কমে যাওয়ার ব্যাখ্যা দিলেন। শুভেন্দুর বক্তব্য়, ‘এক কোটি জব কার্ড হোল্ডারের নাম ডিলিট হল কেন? যখন মোদীজি বললেন, আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে হবে, তখনই এক কোটি জব কার্ড বাদ পড়ে গেল। এরা হল একশো দিনের টাকা লুঠ করা ভুত। এরা গত ১০ বছর ধরে ভুয়ো জব কার্ড দিয়ে কেন্দ্রের টাকা লুঠ করেছে।’

প্রসঙ্গত, একশো দিনের কাজ নিয়ে কোটি কোটি টাকার নয়ছয় হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একশো দিনের কাজ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি তুলেছিলেন তিনি। এবার শ্যামবাজারে বঙ্গ বিজেপির ধরনা মঞ্চ থেকেও ফের একবার একশো দিনের কাজ নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা। প্রশ্ন তুললেন, এই এক কোটি জব কার্ড হোল্ডারের নাম বাদ গেল কেন? ঠারেঠোরে বুঝিয়ে দিতে চাইলেন, তিনি যে অভিযোগটি এতদিন করে আসছেন, সেটিই হল কারণ।