Dengue: দ্রুত কমাতে হবে ডেঙ্গির প্রকোপ, জেলাশাসকদের কড়া ‘ধমক’ মুখ্যসচিবের
Dengue: রাজ্যের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ।
কলকাতা: ডেঙ্গি (Dengue Outbreak) নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে গোটা রাজ্য়ে। এদিন ফের নতুন করে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল খোদ মুখ্যসচিবকে। ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রতিটা এলাকার কাউন্সিলরদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে স্ট্র্যাটেজি ঠিক করার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে সমস্ত হাসাপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতেও বিশেষ নির্দেশ দিয়েছেন। পুজোর (Durga Puja 2022) মুখে যাতে নতুন করে ডেঙ্গির প্রকোপ না বাড়ে সে কারণে প্রতিটা এলাকা নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি। জমা জল যাতে কোনওভাবেই না জমে সে বিষয়ে খেয়াল রাখতেও বলেছেন।
এদিন একাধিক জেলায় ডেঙ্গি পরিস্থিতির বাড়বাড়ন্ত নিয়ে একাধিক জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকও করেন মুখ্যসচিব। সূত্রের খবর, কেন বেশ কয়েকটি নির্দিষ্ট এলাকায় ডেঙ্গির সংক্রমণ বাড়ছে সে প্রশ্নও এদিন জেলা শাসকদের করেন মুখ্যসচিব। সবথেকে বেশি প্রশ্নের মুখে পড়েন উত্তর ২৪ পরগনা হাওড়া-সহ কয়েকটি জেলার জেলা শাসকরা। এই সমস্ত জেলা প্রশাসসেনর তরফে ডেঙ্গি রোধে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে এদিন বিশদে জানতে চাওয়া হয় মুখ্যসচিবের তরফে।
অন্যদিকে রাজ্যের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ‘পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি’-র আওতায় দুটি পর্যায়ে পৌরসভার সব এলাকা জরুরি ভিত্তিতে পরিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর। এই কর্মসূচির আওতাতেই ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যেই রাজ্যের সব পৌরসভার অধীনস্থ এলাকার ফাঁকা জমি,ড্রেন সহ যে সমস্ত এলাকায় জল জমে রয়েছে তা পরিষ্কার করারও নির্দেশ দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে। সহজ কথায় পুজোর আগে ও পরে যাতে এই কাজে কোনও খামতি না থাকে সে বিষয়েও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গি মোকাবিলায় আগামী বুধবার রাজ্যের স্বাস্থ্য সচিবের জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে ঠিক কী নির্দেশ আসে সেটাও দেখার।