TMC Group Clash: ‘নিষিদ্ধ পল্লিতে তো উনি…’, TMC কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক শশী ‘ঘনিষ্ঠ’ কেদার
TMC Group Clash: এ দিকে সুনন্দা জানান, "লাঠি-বাঁশ নিয়ে বেড়িয়েছে মারবে বলে। এলাকা শাসন করবে বলে। ওর হাতে ইট ছিল। কেউ যদি আমাকে মারতে আসে তার হাত থেকে তো আমায় ইট কাড়তে হবে। আমার স্বামীর মাথায় বাঁশের বাড়ি মেরেছে। কাল রাত থেকে অশান্তি চলছে। কালকে চারজন লকআপে ছিল। তারা সকালে ছাড়া পেয়েই বাঁশ নিয়ে বেরিয়ে পড়েছে।"
এ দিন, কেদার বলেন, “এরা গাঁজা-সাট্টার ব্যবসা চালায়। তোলাবাজি করে। আমরা এর প্রতিবাদ করেছি। আর তারপরই এইসব করেছে। বহু অভিযোগ আছে ওঁর নামে। নিষিদ্ধ পল্লীতে একটি বাড়ি নিয়ে গন্ডগোল হয়। উনি রাত্রিবেলা এসে ঝামেলা করেন সেখানে। এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন।”
এ দিকে সুনন্দা জানান, “লাঠি-বাঁশ নিয়ে বেরিয়েছে মারবে বলে। এলাকা শাসন করবে বলে। ওর হাতে ইট ছিল। কেউ যদি আমাকে মারতে আসে তার হাত থেকে তো আমায় ইট কাড়তে হবে। আমার স্বামীর মাথায় বাঁশের বাড়ি মেরেছে। কাল রাত থেকে অশান্তি চলছে। কালকে চারজন লকআপে ছিল। তারা সকালে ছাড়া পেয়েই বাঁশ নিয়ে বেরিয়ে পড়েছে।”
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি এও বলেন, “এরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে উঠে পড়ে লেগেছিল। আমি দায়িত্ব নিয়ে সে কথা বলছি। এরা কি আদৌ তৃণমূল করে? যদি করত তাহলে ব্যানার পোস্টার মিছিল মিটিং করে না কেন? ওরা বিজেপি প্রার্থীকে জেতানোর চেষ্টা করেছে। আমি মারছি না।” ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “তৃণমূল কর্মীদের উপর যখন আঘাত আসছে, ঘণ্টার পর ঘণ্টা থানায় ফোন করছি পুলিশ আসেনি। পুলিশকে আমি বহুবার চিঠি দিয়েছি। ওরা মানুষের উপর টর্চার করছে। তা বলে বাঁশ নিয়ে ঘুরবে।”