একই সফরে দু’বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের! আজও দিল্লিতে শাহি-দরবারে ধনখড়

এর আগে ১৭ জুনও অমিত শাহের বাসভবনে গিয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

একই সফরে দু'বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের! আজও দিল্লিতে শাহি-দরবারে ধনখড়
ছবি টুইটার
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 10:27 AM

কলকাতা: একই সফরে দু’বার স্বরাষ্ট্রমন্ত্রীর (HM Amit Shah) সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনখড়। সূচি অনুযায়ী তিনদিনের দিল্লি সফর সেরে শুক্রবারই কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু এদিন তিনি ফেরেননি। শনিবার সকালে টুইট করে জানান, দুপুরে কলকাতা ফিরছেন। তবে তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন।

এদিন টুইটারে জগদীপ ধনখড় লেখেন, সকাল ১১টায় অমিত শাহের বাড়িতে তাঁদের বৈঠক রয়েছে। তার পরই কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। গত মঙ্গলবার হঠাৎই রাজভবনের তরফে রাজ্যপালের দিল্লি সফরের কথা জানানো হয়। তাৎপর্যপূর্ণ ভাবে তার আগের দিনই বিজেপির বিধায়ক দলের সঙ্গে রাজ্যপাল তাঁর বাসভবনে দেখা করেন। সেখানে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগও করেন শুভেন্দু অধিকারীরা।

বুধবার দিল্লি পৌঁছে পরদিনই অমিত শাহের বাসভবনে সাক্ষাৎ করেন রাজ্যপাল। প্রায় দেড় ঘণ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। যদিও কী বিষয়ে তাঁদের দুজনের আলোচনা হয়েছে, তা সরকারিভাবে কোনও তরফেই জানানো হয়নি। তবে আলোচনার প্রসঙ্গে যে অবশ্যই পশ্চিমবঙ্গ ছিল, তা আলাদা করে বলে দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না।

এ নিয়ে এক দফার বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আবারও শনিবার আরেক দফা বৈঠক। এই বৈঠকে আলোচনার বিষয় স্পষ্ট না হলেও, এর আগে টুইটে ধনখড় লিখেছিলেন, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী হিংসা আনুসঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই তাঁর দিল্লি সফর।

আরও পড়ুন: ‘আঙ্কেলজি’র পর এবার ‘দাদু’কেও খুঁজে পেলেন মহুয়া, রাজ্যপালকে নতুন খোঁচা তৃণমূল সাংসদের

ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতে দেখা গিয়েছে তাঁকে। মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গেও দেখা করেছেন তিনি। সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন ধনখড়। সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের দ্বিতীয় বৈঠক নিঃসন্দেহে আলাদা তাৎপর্যের দাবিদার।