ডিসেম্বরে শীতের আমেজ সেভাবে না পাওয়া গেলেও, বছরের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। হাড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তুুরে হাওয়া। বিগত তিনদিন ধরেই জাকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। তাপমাত্রার পারদ আরও কমেছে জেলাগুলিতে। আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়ে দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে রবিবারের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ।
সকালে কলকাতার আকাশে ঘন কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ। সকাল থেকেই দাপট দেখাবে উত্তুরে হাওয়াও। জেলাগুলিতেও থাকবে ঠান্ডার প্রভাব।
আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী ১২ জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।