Weather Update: এই ঠান্ডা বাংলা শেষ কবে উপভোগ করেছে? আগামী ৩ দিনের জন্য বিশেষ বার্তা আবহাওয়াবিদদের

Weather Update: হাড় কাঁপানো শীতে জুবুথুবু বাংলা। বৃহস্পতিবারের পর শুক্রবার আরও নামল পারদ। সঙ্গে ভোরের সকালে হু হু করে উত্তুরে হাওয়া।

| Edited By: | Updated on: Jan 06, 2023 | 8:27 AM
আসবে আসবে বলে সে এল। আর এখন এমন এল, যে এবার লোকে বলছে, 'থাক  অনেক হল'। হাড় কাঁপানো শীতে জুবুথুবু বাংলা। বৃহস্পতিবারের পর শুক্রবার আরও নামল পারদ। সঙ্গে  ভোরের সকালে হু হু করে উত্তুরে হাওয়া। শুক্রবার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ভোর থেকে উত্তরে হওয়ার দাপটে জুবু থুবু শহর কলকাতা।

আসবে আসবে বলে সে এল। আর এখন এমন এল, যে এবার লোকে বলছে, 'থাক অনেক হল'। হাড় কাঁপানো শীতে জুবুথুবু বাংলা। বৃহস্পতিবারের পর শুক্রবার আরও নামল পারদ। সঙ্গে ভোরের সকালে হু হু করে উত্তুরে হাওয়া। শুক্রবার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ভোর থেকে উত্তরে হওয়ার দাপটে জুবু থুবু শহর কলকাতা।

1 / 5
জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে।

জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে।

2 / 5
রাতের দিকে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে যাকে শীত পড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার ছিল কলকাতার শীতলতম দিন। রাত যত বেড়েছে, তাপমাত্রা ততই কমেছে।

রাতের দিকে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে যাকে শীত পড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার ছিল কলকাতার শীতলতম দিন। রাত যত বেড়েছে, তাপমাত্রা ততই কমেছে।

3 / 5
জোড়া পশ্চিমীঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

জোড়া পশ্চিমীঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

4 / 5
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী দুই-তিন দিন ভোরের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি মতো কমবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  ৮ জানুয়ারি, রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী দুই-তিন দিন ভোরের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি মতো কমবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ৮ জানুয়ারি, রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

5 / 5
Follow Us: