বন্ধ লোকাল ট্রেন, আবারও কি চড়চড়িয়ে বাড়তে শুরু করল শাকসবজির দাম?
আবারও ঠিক আগের বছরের পরিস্থিতি ফিরে এল। বন্ধ হয়ে গেল লোকাল ট্রেন (Local Train) চলাচল । লকডাউন পরিস্থিতিতে এমনিকেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
কলকাতা: আবারও ঠিক আগের বছরের পরিস্থিতি ফিরে এল। বন্ধ হয়ে গেল লোকাল ট্রেন (Local Train) চলাচল । লকডাউন পরিস্থিতিতে এমনিকেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। ‘কিছু না হোক ভাত-আলু সেদ্ধ-ডাল খেয়ে নেব’- এই চিন্তাতেই থাকেন অনেকে। কিন্তু ট্রেন বন্ধ হওয়ায় সবজির বাজারেও যে প্রভাব পড়বে, তা ভালই আঁচ করতে পারছেন সকলে।
সকালে বারাকপুরের এক বাজারে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি। এক সবজি বিক্রেতা স্পষ্টই জানালেন, সবে ট্রেন বন্ধ হয়েছে। আজকে পর্যন্ত সবজির বাজারে কোনও প্রভাব পড়েনি। দাম বাড়েনি সবজির। তবে আগামী কয়েকদিনে সবজির দাম বাড়বে বলেই মনে করছেন তাঁরা।
গতবারের লকডাউনে লাগাতর বেড়েছিল আলুর দাম। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছিলেন বিরোধীরা। ক্ষতির সম্মুখীন খুচরো সবজি বিক্রেতারা। লোকাল ট্রেনের পরিবর্তে অতিরিক্ত মূল্য দিয়ে টেম্পো বা লরিতে করে হোলসেল মার্কেট থেকে মাল নিয়ে এসে বিক্রি করতে হচ্ছে তাঁদের। ফলে লাভের পরিমান যথেষ্টই কম রেখে সব্জি বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন: স্বল্প সময়ে চাপ বাড়ছে দ্বিগুণ! করা হতে পারে ব্যাঙ্ক খোলা রাখার সময়সীমা বাড়ানোর আবেদন
পূর্ব মেদিনীপুরে দেউলিয়া ,কোলাঘাট, পাঁশকুড়া, এবং মেচেদা একাধিক সবজি বাজারে খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, লোকাল ট্রেন বন্ধ থাকায় দ্বিগুণ দামে সবজি আনতে হচ্ছে। সার্বিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের।