ED: ‘আমাদের কোনও রং নেই’, আদালতে জানাল ED
ED: এদিকে পাল্টা কুন্তলও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ইডি, সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে। তাঁকে চাপ দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলে আদালতকে জানানোর পাশাপাশি হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠান।
কলকাতা: নিয়োগকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) আলিপুর আদালত চত্বরে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির মুখপাত্রের মতো। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে সেই বক্তব্য খণ্ডন করল ইডি। এদিন বিশেষ ইডি আদালতে কুন্তল ঘোষের মামলার শুনানি ছিল। বিচারভবনে সেই মামলার শুনানি চলাকালীন কুন্তলের মন্তব্যের প্রতিবাদ করে ইডি। এদিন আদালতে ইডির বক্তব্য, ”আমরা কোনও রং দেখি না। আমাদের কোনও রং নেই। দুর্নীতিবাজদের খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর। সেই কাজে আমাদের কোনও ভয় নেই। আমরা কারও থেকে কোনও সুযোগও নিই না।” একইসঙ্গে ১৯ জুন পর্যন্ত কুন্তল ঘোষকে জেল হেফাজতে পাঠানোর আবেদনও করা হয়েছে ইডির তরফে।
কেন্দ্রীয় তদন্তকারীর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। এই কুন্তলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। দুই সংস্থা সূত্রেই খবর, কুন্তলের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।
এদিকে পাল্টা কুন্তলও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ইডি, সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে। তাঁকে চাপ দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলে আদালতকে জানানোর পাশাপাশি হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ তৈরি করার অভিযোগ করেন তিনি। এই চিঠি মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটও দাখিল হয়। কোনও পক্ষ সুপ্রিম কোর্টে গেলে, সেক্ষেত্রে মামলার শুনানি যাতে এক তরফা না হয়, তা নিশ্চিত করতেই এই ক্যাভিয়েট দাখিল করেন মামলাকারীর পক্ষ।
শুধু কুন্তলই নন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একাধিকবার সোচ্চার হতে শোনা গিয়েছে শাসকদলের নেতাদের। বিভিন্ন জায়গায় তাঁরা দাবি করেছেন, ক্ষমতায় আসতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী দল সরকারে, সেখানেই শাসকদলকে নানা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইডিও।