Mamata Cabinet Meeting: রদবদল নিয়ে জল্পনার মধ্যেই তড়িঘড়ি ক্যাবিনেট বৈঠকের ডাক মমতার, কে কে জায়গা পাবেন মন্ত্রিসভায়?

Speculations on Mamata Cabinet Reshuffle: যদিও কতদিনের ব্যবধানে মন্ত্রিসভার এই বৈঠক ডাকতে হবে, তা নিয়ে সাংবিধানিক কোনও বিধান নেই। তবে সাধারণত ১৫ দিন অন্তর একটি করে ক্যাবিনেট বৈঠক ডাকা হয়ে থাকে।

Mamata Cabinet Meeting: রদবদল নিয়ে জল্পনার মধ্যেই তড়িঘড়ি ক্যাবিনেট বৈঠকের ডাক মমতার, কে কে জায়গা পাবেন মন্ত্রিসভায়?
মমতার ক্যাবিনেট বৈঠক
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2022 | 7:55 PM

কলকাতা : বৃহস্পতিবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক (West Bengal Govt Cabinet Meeting)। আর তাই নিয়েই এখন জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির অন্দর মহলে। কেন? কারণ, গত সোমবারই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর তারপর আবার আগামিকাল ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মমতা। এত কম সময়ের ব্যবধানে পর পর দু’টি ক্যাবিনেট বৈঠক সচরাচর দেখা যায় না। আর সেই কারণেই বৃহস্পতিবারের বৈঠক ঘিরে গুঞ্জন আরও বেড়েছে রাজনৈতিক মহলে। যদিও কতদিনের ব্যবধানে মন্ত্রিসভার এই বৈঠক ডাকতে হবে, তা নিয়ে সাংবিধানিক কোনও বিধান নেই। তবে সাধারণত ১৫ দিন অন্তর একটি করে ক্যাবিনেট বৈঠক ডাকা হয়ে থাকে।

সেই হিসেবে আগামী মাসে পরবর্তী ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তড়িঘড়ি আগামিকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসছে মমতার ক্যাবিনেট। তবে কীসের জন্য এই বৈঠক? কোনও বিশেষ চমক কি থাকছে লক্ষ্মীবারের এই বৈঠকে? উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে রদবদল নিয়ে একটি জল্পনা ছড়িয়েছে। তাহলে কি সেই নিয়ে আলোচনার জন্যই তড়িঘড়ি আবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হল? রাজ্য রাজনীতির কারবারিদের একাংশ অবশ্য বলছেন, মন্ত্রিসভায় যে রদবদল নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে, তা নিয়ে আগামিকাল ঘোষণা নাও হতে পারে। তবে একটি রদবদল যে আসন্ন, তা মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সে ক্ষেত্রে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে প্রশাসনিক মহলে খবর।

এবার একনজরে দেখে নেওয়া যাক, ক্যাবিনেটে রদবদলের ক্ষেত্রে নতুন সদস্য হিসেবে কোন কোন নাম এগিয়ে রয়েছে। সবার প্রথমেই যে নামটি ঘিরে কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি হলে বাবুল সুপ্রিয়। কিছুদিন আগেই পদ্ম সংসার ছেড়ে তৃণমূলের ঘরে এসেছেন তিনি। তারপর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। অতীতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সে ক্ষেত্রে বাবুল সুপ্রিয়কে মমতা তাঁর মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

এর পাশাপাশি উঠে আসছে তাপস রায়ের নামও। দীর্ঘদিন বিধায়ক তথা পোড় খাওয়া এই রাজনীতিককেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। সেই সঙ্গে ব্যারাকপুরের তৃণমূল নেতা পার্থ ভৌমিক এবং বীরভূমের তৃণমূল নেতা তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এছাড়া বেশ কিছু মন্ত্রী, যাঁদের কাঁধে একাধিক দফতরের দায়িত্ব রয়েছে, সেই দফতরগুলি দায়িত্ব ভাগ করা হয় কি না… সেই দিকেও নজর রাখছে প্রশাসনিক মহল।