CV Ananda Bose: ‘আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীকে বার্তা রাজ্যপাল বোসের

Independence Day: রাজ্যবাসীর উদ্দেশে রাজ্যপাল বোসের বার্তা, 'স্বাধীনতা দিবসে আসুন আমরা হাত মিলিয়ে একসুরে বলি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির... জয় হিন্দ।'

CV Ananda Bose: 'আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন', স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীকে বার্তা রাজ্যপাল বোসের
রাজ্যপাল সিভি আনন্দ বোস।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 11:27 PM

কলকাতা: দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। একইসঙ্গে বললেন, ‘আত্মনির্ভর ভারত আমাদের লক্ষ্য, আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনও এদিন উদ্ধৃত করলেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘স্বাধীনতা দিবসে আসুন আমরা হাত মিলিয়ে একসুরে বলি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির… জয় হিন্দ।’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে গোটা বার্তা বাংলাতেই বললেন তিনি। রাজ্যপাল বোসের কথায় উঠে এল গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথাও।

রাজ্যপাল বাংলায় বললেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা গান্ধীজিকে স্মরণ করি। গান্ধীজি দেশকে স্বাধীনতার দিকে নিয়ে যান। নেতাজি সুভাষচন্দ্র বসু বাপুকে জাতির পিতা বলেছিলেন। সমগ্র জাতি বাপুকে জাতির পিতা বলেছিল। ভারত যখন স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, বিপিনচন্দ্র পাল, বিনয়-বাদল-দীনেশ এবং বাংলার মানুষ পায়ে পায়ে হেঁটেছিলেন।’

উল্লেখ্য, দেশের স্বাধীনতার ইতিহাসে, ব্রিটিশদের হাত থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে বাংলার ভূমিকা ছিল অপরিসীম। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রায় দেড় মিনিটের ভিডিয়ো বার্তাতেও উঠে এল বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরাদের অবদানের কথা আজ উঠে আসে রাজ্যপালের কথায়।

প্রসঙ্গত, আজ রাজ্যপাল সিভি আন্দ বোস বাংলার আমজনতার উদ্দেশে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর সময় ‘আত্মনির্ভর ভারত’ ও ‘আত্মনির্ভর বাংলার’ কথা বলেন। এর আগেও রাজ্যপালের মুখে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ শোনা গিয়েছিল। রাজ্যপাল বোস গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে বসিয়ে বলেছিলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আত্মনির্ভর ভারতের কথা বলছেন, সেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে সবথেকে বড় ভূমিকা হবে শিক্ষার।