AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election in Bengal: লোকসভার সঙ্গেই বাংলায় ফের বিধানসভা ‘নির্বাচন’, কবে কখন জেনে নিন

Election in Bengal: বরাহনগর বিধানসভা পড়ছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে। সাত দফায় লোকসভা ভোট হতে চলেছে বাংলায়। শেষ দফায় ভোট হতে চলেছে বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে। সেদিনই ভোট হবে দমদমে।

Election in Bengal: লোকসভার সঙ্গেই বাংলায় ফের বিধানসভা ‘নির্বাচন’, কবে কখন জেনে নিন
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Mar 16, 2024 | 5:27 PM
Share

কলকাতা: বেজে গিয়েছে ভোটের দামামা। চালু আদর্শ আচরণ বিধি। লোকসভা ভোটের সঙ্গেই হবে উপনির্বাচন। এদিনই নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশের ২৬ জায়গায় উপনির্বাচন হতে চলেছে। বাংলার দুই বিধানসভা কেন্দ্রেও এবার উপনির্বাচন হতে চলেছে। তা নিয়ে চর্চা শুরু বঙ্গের রাজনৈতিক মহলে। ভোট হবে ভগবানগোলা ও বরাহনগরে। সদ্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। যোগ দিয়েছেন বিজেপিতে। এই বরাহনগরে ফের বিধায়ক নির্বাচন হবে লোকসভা ভোটের মধ্যেই। 

অন্যদিকে গত মাসে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। তাঁর মৃত্যুতে এখন বিধায়ক শূন্য ভগবানগোলা। সেখানেও এবার ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন বলছে এই যে বিধানসভা আসনগুলিতে ভোট হবে সেগুলি যে লোকসভা কেন্দ্রের অধীন সেই লোকসভায় যেদিন ভোট হবে সেদিনই একইসঙ্গে হবে উপনির্বাচন। 

বরাহনগর বিধানসভা পড়ছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে। সাত দফায় লোকসভা ভোট হতে চলেছে বাংলায়। শেষ দফায় ভোট হতে চলেছে বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে। সেদিনই ভোট হবে দমদমে। সেদিনই হবে বিধায়ক নির্বাচনের ভোটও। ৭ মে ভোট হতে চলেছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের মধ্যে রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। সেখানে বিধায়ক নির্বাচন হতে চলেছে ৭ মে। নির্বাচন কমিশন বলছে লোকসভা ভোটের জন্য মনোনয়ন তোলা ও জমার যে দিন নির্ধারিত হয়েছে তা মেনেই উপনির্বাচন হতে চলা আসনগুলির মনোনয়ন জমা ও তোলার কাজ হবে।