Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের মুখে তৃণমূল বিধায়কের উপর হামলা, ভাঙচুর গাড়ি

কিছুদিন আগেই মন্ত্রী জাকির হুসেনের (Zakir Hussain )উপর হামলার ঘটনা ঘটে। বোমাবাজিতে গুরুতর আহত হন রাজ্যের ওই মন্ত্রী। ভোটের (West Bengal Assembly Election) মুখে ফের হামলার অভিযোগ।

ভোটের মুখে তৃণমূল বিধায়কের উপর হামলা, ভাঙচুর গাড়ি
ভাঙচুর করা হয়েছে গাড়ি। অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2021 | 10:43 PM

মাথাভাঙা: ভোট (West Bengal Assembly Election) এগিয়ে আসতেই বাংলায় ফের হামলার ঘটনা। এবার আক্রমণের মুখে তৃণমূল বিধায়ক হীতেন বর্মণ (Hiten Barman)। সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে গাড়ি। প্রতিবাদে মাথাভাঙা থানা ঘেরাও করতে চলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নিজের বিধানসভা কেন্দ্রেই ভাঙচুর হলো তৃণমূল বিধায়কের গাড়ি। বুধবার বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের শীতলকুচিতে। শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন নয়ারহাটের গেন্দুগুড়ি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই হামলা হয়। অভিযোগ বিধায়কের উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পরই দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মাথাভাঙা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে।

বিধায়কের অভিযোগ ভাঙচুর হয়েছে পুলিশের বাইকও। ইতিমধ্যেই মাথাভাঙা পৌঁছেছেন তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। দোষীদের গ্রেফতারের দাবিতে শুরু হবে দলীয় কর্মসূচি।

হিতেন বর্মন জানিয়েছেন, এ দিন একটি কর্মী বৈঠক ছিল। সেই বৈঠক চলাকালীন বিজেপি আশ্রিত গুণ্ডারা বোমা ছোড়ে। পাথরও ছুড়তে থাকে দুষ্কৃতীরা। এমনকি ধারাল অস্ত্র নিয়ে ওই দুষ্কৃতীরা ঢুকে পড়ে। তখনই কর্মীরা ভয়ে মাঠ ছেড়ে বেরিয়ে একট বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কর্মীদের ব্যাগ চুরি করা হয়েছে ও সাইকেল ভাঙচুর করে তারা। বিজেপির বিরুদ্ধেই সাফ অভিযোগ তাঁর।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা শেখর রায় বলেন, ‘এতে বিজেপির কোনও হাত নেই। তাঁর দাবি, ভোটে হিতেন বর্মন লড়বে নাকি অন্য কেউ, তা নিয়ে গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।’ অযথা বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: নজরে জঙ্গলমহল: তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি ছবির সুপারস্টার বিরবাহা

উল্লেখ্য কয়েকদিন আগেই নিমতিতা স্টেশনে হামলা হয় রাজ্যের মন্ত্রী জাকির হুসেনের উপর। বোমাবাজিতে গুরুতর আহত হন তিনি। তিনি আপাতত স্থিতিশীল আছেন বলে জানা গিয়েছে।